এক দিন ব্যাপী আসিয়ান দেশগুলো ও চীন, কোরিয়া, জাপানের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন এবং পূর্ব-এশিয়া শীর্ষ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠক ২২ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই গভীর রাতে প্রকাশিত দুটি সম্মেলনের চেয়ারমানের বিবৃতি অনুযায়ী,অংশগ্রহণকারীরা কম্পুচিয়া ও থাইল্যান্ডের সীমান্ত বিরোধ সম্পর্কে শুনেছেন।তারা দু পক্ষকে যথা সম্ভব সংযম বজায় রেখে শান্তিপূর্ণ পদ্ধতিতে এ বিরোধের সমাধান করার আহ্বান জানান।সম্মেলনে তেল ও খাদ্যের টানা মূল্যবৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন জনিত গুরুতর চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করা হয়।
চেয়ারমানের বিবৃতিতে বলা হয়েছে যে, অংশগ্রহণকারীরা কোরিয়া উপ-দ্বীপকে পরমানু অস্ত্র মুক্ত অঞ্চলে পরিণত করার লক্ষ্যে ছ' পক্ষীয় বৈঠককে সমর্থন করার কথা পুনর্ব্যক্ত করেন। তারা চীনের ওয়েন ছুয়ান ভূমিকম্পে বিপুল হতাহতের ঘটনায় সহানুভুতি জানান এবং পেইচিং অলিম্পিক গেমস ২০০৮এর সাফল্য কামনা করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি সম্মেলনে বলেন,চীন সরকার ১০টি আসিয়ান দেশ ও চীন, জাপান ,কোরিয়া এই তিন দেশের সহযোগিতার ওপরে অত্যন্ত গুরুত্ব দেয়। এ ছাড়া তিনি জ্বালানি নিরাপত্তা、জলবায়ু পরিবতর্ন সহ বিভিন্ন বিষয়ে চীন সরকারের নীতি ব্যাখ্যা করেন।(শিয়ে নান)
|