ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পদস্থ কর্মকর্তা হ্যাভিয়ের সোলানা এবং ইউরোপীয় পার্লামেন্টের স্পীকার হান্স গার্ট পোয়েটারিং ২২ জুলাই আলাদাভাবে বিবৃতি দিয়ে বসনিয়া-হারজেগোভিনার সাবেক সার্ব নেতা রাদোভান কারাদজিচের গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছেন।
এক বিবৃতিতে সোলানা জোর দিয়ে বলেন, কারাদজিচসহ অন্যান্য সন্দেহভাজন যুদ্ধপরাধীর ন্যায়সংগত বিচার পশ্চিম বলকান অঞ্চলের সার্বিক সমঝোতা বাস্তবায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পোয়েটারিং বলেন, কারাদজিচকে গ্রেপ্তারের মধ্য দিয়ে স্পষ্ট যে, সার্বিয়া সরকার সাবেক যুগোস্লাভিয়া সংক্রান্ত আন্তর্জাতিক ফৌজদারি ট্রাইব্যুনালের সঙ্গে পূর্ণ সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক কর্তব্য পালন করেছে।
এদিন ব্রাসেলসে অনুষ্ঠিত ই'ইউ'র পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন থেকেও কারাদজিচকে গ্রেপ্তারের ঘটনাকে স্বাগত জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।(লিলু)
|