v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-23 19:30:35    
সরল ও সভ্য বিয়ের অনুষ্ঠান

cri

    বিয়ে মানুষের জীবনের একটি বিশাল ঘটনা । প্রাচীনকাল থেকেই প্রত্যেক চীনা নিজের বিয়ের অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করে । যাতে সারা জীবন বিয়ে একটি অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকে । সম্প্রতি উত্তর চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের পাও থৌ শহরে বেশ কিছু তরুণ-তরুণীদের বিশেষ বিয়ের অনুষ্ঠানের আয়োজিত হয়েছে । এ সব বিয়ের অনুষ্ঠানের যার যার বৈশিষ্ট্য আছে । সেগুলোর মিল হল সাধারণ এবং সভ্য ।

    ২১ জুন সকালে পাও থৌ শহরের কাং থি সড়ক ও হোয়াং হো সড়কে বিপুল সংখ্যক নাগরিক এই জাঁকজমকপূর্ণ দৃশ্য লক্ষ্য করেছেন । পাত্র-পাত্রী পক্ষের প্রায় ১ শো সাইকেল সমভিব্যাহারে বৈচিত্র্যময় ফুলে সাজানো একটি ডাবল সাইকেল চালাচ্ছেন বর-বধূ । এ শহরে এটা ছিল প্রথম সাইকেল বিয়ের অনুষ্ঠান । বিয়ের অনুষ্ঠান অসংখ্য নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছে । বেশ কিছু মোটর গাড়ি বর-বধূকে অভিনন্দন জানিয়ে সাইরেন বাজায় । এ সময় বিয়ের সাইকেলের চালক- বর চাং চেন ও বধূ সুং চি সিং অত্যন্ত প্রফুল্ল হয়ে উঠেন ।

    তারা খুব খুশি হয়েছেন । তারা বাইরের আমোদ-প্রমোদ ও খেলাধূলা পছন্দ করেন । তারা সুখী জীবন কাটাবেন বলে কামনা করেন ।

    এ ধরনের বিশেষ বিয়ের অনুষ্ঠান সকলের জন্য আনন্দ বয়ে আনবে বলে তারা আশা করেন । সাইকেল বিয়ের অনুষ্ঠানে আনন্দ ও উত্সাহব্যঞ্জক পরিবেশ প্রত্যেক সংগীকে আকর্ষণ করেছে । লু কুয়াং ইয়্যু নামে একজন বিশ্ববিদ্যালয় ছাত্র বলেন , তিনি মনে করেন , বর-বধূদের বিয়ের অনুষ্ঠান অসাধারণ এবং বিশেষ তাত্পর্যসম্পন্ন । কেউই এ ধরনের বিয়ের অনুষ্ঠান ভুলে যাবেন না । এই ধরনের বিয়ের অনুষ্ঠানে কোনো দামী মোটর গাড়ি দেখা যায় না । কিন্তু তার পরিবেশ সংরক্ষণের বৈশিষ্ট্য সবার মনে একটি অবিস্মরণীয় রেখাপাত করেছে ।

    গত শতাব্দির শেষ দিক থেকে নানা রকম বিয়ের অনুষ্ঠান এক ধরনের ফ্যাশন হিসেবে চীনের অসংখ্য তরুণ-তরুণীদের আকর্ষন করে আসছে । এর পাশাপাশি চীনের তরুণ-তরুণীরা চীনের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান এখনও পছন্দ করছেন । তাহলে পুরনো পাও থৌ শহরে কী ধরনের বিয়ের অনুষ্ঠান চালু ছিল ? এ শহরের স্থানীয় আচার ব্যবহার বিষয়ক বিশেষজ্ঞ লিউ লু বলেন , ঐতিহ্য অনুযায়ী বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য আলাদা আলাদাভাবে লাল ও নীল পাল্কিতে বর ও বধূকে বরের বাড়িতে নিয়ে যাওয়া হতো । বরের বাড়িতে পৌঁছার পর বরবধূ সঙ্গীতের তালে তালে স্বর্গ ও বরের বাবা মাকে সম্ভাষণ ও শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানের আয়োজন করা হতো । এটাই চীনের প্রাচীন রীতি-নীতি ।

    ২০০৫ সালে পাও থৌ শহরে বিয়ের অনুষ্ঠান ব্যবস্থাপনা সংক্রান্ত প্রথম সংস্থা প্রতিষ্ঠিত হয় । এখন এ শহরে অধিক থেকে অধিকতর যুবক-যুবতী ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান পছন্দ করছেন । বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য বধূকে বরের বাড়িতে নিয়ে যাওয়া সম্পর্কে এ সংস্থার ম্যানেজার চাও রেই মেই বলেন , বধূকে বরের বাসায় নিয়ে আসার জন্য বর বধূর বাসায় যেতে হয় । ওখানে যাওয়ার জন্য বরকেও পাল্কিতে বহন করা প্রয়োজন । পথে ঘোড়ায় চড়লে চলে না । তাকে পুলিশ মানেন না ।

1 2