আফ্রিকার দ্বীপ দেশ- কেপ ভার্দে ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়েছে । এ নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশের সংখ্যা ১৫৩তে উন্নীত হয়েছে।
১৯৯৯ সালে কেপ ভার্দে বিশ্ব বাণিজ্য সংস্থারআলোচনা প্রক্রিয়ায় যোগ দেয়। ১০ বছরের আলোচনায় কেপ ভার্দে বিশ্ব বাণিজ্য সংস্থার সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলার প্রতিশ্রুতি দেয়। এতে অন্যান্য সদস্য দেশকে নিজের দেশের শিল্প পণ্য ও সেবা বাণিজ্য বাজার খুলে দেয়ার কথা এ বলা হয়।
কেপ ভার্দে আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলে আটলান্টিক মহাসাগরের একটি ধাপ।এর লোকসংখ্যা ৪ লাখ , দেশটি বিশ্বে সবচে' অনুন্নত দেশগুলোর মধ্যে অন্যতম।--ওয়াং হাইমান
|