এ বছরের প্রথমার্ধে চীনের আমদানি ও রফতানির অবস্থা সরকারের পরিকল্পনা অনুযায়ী চলেছে। দ্বিতীয়ার্ধে বৈদেশিক আর্থ-বাণিজ্যিক উন্নয়নও আশাবাদী হওয়ার মতো।
চীনের উপ বাণিজ্য মন্ত্রী কাওহু ২২ জুলাই পেইচিংয়ে এ কথা বলেন।
তিনি আরো বলেন, এ বছরের প্রথমার্ধে চীনের আমদানি ও রফতানির পরিমাণ ২৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই বৃদ্ধির গতি কিছুটা কম। এর অন্যতম কারণ অতিরিক্ত দুষণ ও জ্বালানী ক্ষয়কারী পণ্যদ্রব্যের উত্পাদন নিয়ন্ত্রণ। তিনি বলেন, দ্বিতীয়ার্ধে চীনের বাণিজ্য মন্ত্রণালয় রফতানি পণ্যদ্রব্যের কাঠামো সমন্বয় জোরদার এবং অব্যাহতভাবে অতিরিক্ত দূষণ ও জ্বালানীক্ষয়ী পণ্যদ্রব্যের রফতানি নিয়ন্ত্রণ করবে।
ছাই ইউয়ে
|