চীনের জাতীয় গণ কংগ্রেস আমেরিকা মহাদেশের আন্তঃপার্লামেণ্টারি ফোরামের পর্যবেক্ষক সদস্য মনোনীত করা হয়েছে। আমেরিকা মহাদেশের আন্তঃপার্লামেণ্টারি ফোরাম সচিবালয়ের নির্বাহী সচিব এমানুয়েল পেলেটিয়ার সম্প্রতি চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ও মহাসচিব লি চিয়ান কুওয়ের কাছে পাঠানো একটি চিঠিতে এটা নিশ্চিত করেছে।
এ চিঠির উত্তরে লি চিয়ান কুও বলেন, চীনের গণ কংগ্রেস আমেরিকা মহাদেশের আন্তঃপার্লামেণ্টারি ফোরামের পর্যবেক্ষক সদস্য হওয়ার সুযোগ কাজ লাগিয়ে এ সংস্থার সঙ্গে চীন ও আমেরিকা মহাদেশের দেশগুলোর সম্পর্ক এগিয়ে নিতে এবং একটি চিরস্থায়ী শান্তি ও যৌথ সমৃদ্ধির বিশ্ব গঠনের জন্য সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাবে।
আমেরিকা মহাদেশের আন্তঃপার্লামেণ্টারি ফোরাম ২০০১ সালে গঠিত হয়। এটি আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশের পার্লামেণ্টকে নিয়ে গঠিত একটি স্বাধীন সংস্থা। যুক্তরাষ্ট্র, কানাডা এবং ব্রাজিলসহ আরও ৩৫টি দেশের পার্লামেণ্ট এর সদস্য । (ওয়াং তান হোং)
|