v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-22 20:07:05    
পেইচিং অলিম্পিক গেমসে চীনের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি প্রদর্শিত হবে

cri

    ২০০৮ সালের মে মাসে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য বিভাগের একটি সংবাদ সম্মেরনে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ওয়ান কাং প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন , আমরা আস্থাশীল যে , বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ অবশ্যই অলিম্পিক ইতিহাসে সবচেয়ে উন্নতমানের অলিম্পিক গেমস হবে ।

    পেইচিং অলিম্পিক গেমসের সর্বত্রই বিজ্ঞান ও প্রযুক্তির মান দেখলে বোঝা যায় যে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ওয়ান কাং মোটেও বাড়িয়ে বলেননি । জাতীয় স্টেডিয়াম " বার্ড নেস্টের" নির্মান বিষয়ক থান সিয়াওছুন বলেন , " বার্ড নেস্টে" ব্যবহৃত ইস্পাত কাঠামোতে যে ঝালাই করা হয়েছে সেই ঝালাইরেখার দৈর্ঘ্য৩২০ কিলোমিটার । ১ হাজার ১০০ ঝালাই মিস্ট্রি একবছরেরও বেশি সময় ধরে কাজ করার পর চীনের নির্মাণ ইতিহাসে এই বিষ্ময় সৃস্টি করেছেন ।

    চীনের মহাশূন্য বিজ্ঞান ও শিল্প গ্রুপ কোম্পানির প্রবীন গবেষক রেন কোচৌ বলেন , ৬৫০০ মিটার উচুঁ মালভূমিতে প্রদীপের অগ্নি প্রজ্বলনদক্ষতা কমে যায় । এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা চুমোলাংমো অগ্নি প্রদীপ তৈরী করেছি । এই প্রদীপ ৬৫০০ মিটার থেকে চুমোলাংমো শৃঙ্গ পর্যন্ত জ্বলতে সক্ষম ।

    পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির প্রযুক্তি বিভাগের প্রধান ইয়াং ইছুন বলেন , অলিম্পিক গেমসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে । আধুনিক অলিম্পিক গেমস বিজ্ঞান ও প্রযুক্তির বলিষ্ঠ সমর্থন ছাড়া সম্ভব নায় । "বিজ্ঞান ও প্রযুক্তির অলিম্পিক" পেইচিং অলিম্পিক গেমসের তিনটি ধারণার অন্যতম । অলিম্পিক ইতিহাসে এই প্রথমবার অলিম্পিক গেমসের সঙ্গে স্পষ্টভাবে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা সমন্বয় করা হয়েছে । এটা শুধু একটি বৈশিষ্ট্যপূর্ণ ও উন্নত মানের অলিম্পিক গেমসের নিশ্চয়তা বিধান তা নয় , বরং এটা " সবুজ অলিম্পিক" ও " মানবিক অলিম্পিক" প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়ক হবে । মাত্র৭ বছরে চীন " বিজ্ঞান ও প্রযুক্তির অলিম্পিক"ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে ।

    সর্বপ্রথমে চীন সরকারের অতিরিক্ত গুরুত্ব আরোপেএবং বিভিন্ন ক্ষেত্রের যৌথ প্রচেষ্টার কল্যাণে " বিজ্ঞান ও প্রযুক্তির অলিম্পিক" ধারণা বাস্তবায়িত হয়েছে । ২০০১ সালে সাফল্যের সঙ্গে অলিম্পিক গেমসের স্বাগতিক রাষ্ট্র হওয়ার পর চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও পেইচিং পৌর সরকার শিক্ষা মন্ত্রণালয় , প্রতিরক্ষা বিজ্ঞান ও শিল্প কমিশনের সঙ্গে যৌথভাবে "অলিম্পিক বিজ্ঞান ও প্রযুক্তির কর্মসূচি---২০০৮ কার্যকর শুরু করে । গত ৭ বছরে পেইচিং অলিম্পিক গেমস নির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তির চাহিদা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি মহল বিপুল আধুনিক ও উপযুক্ত নতুন প্রযুক্তিগত ফলাফল উন্নয়ন ও ব্যবহার করেছে ।

    বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে চীন যে বিরাট অগ্রগতি লাভ করেছে তার কল্যাণে এবং চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নের কল্যাণে" বিজ্ঞান ও প্রযুক্তির অলিম্পিক" ধারনা বাস্তবায়িত হয়েছে ।

    বর্তমানে " বিজ্ঞান ও প্রযুক্তির অলিম্পিক গেমস" সম্পর্কিত দেশ বিদেশে চীনের পেটেন্টের পরিমান ৩২০টি ছাড়িয়ে গেছে । বিজ্ঞান ও প্রযুক্তিগতঅলিম্পিক গেমসের ফলাফল দ্রুত গাড়ি , তথ্য ও পরিবেশ রক্ষাসহ নানা ক্ষেত্রে চীনের প্রযুক্তিগত মান ও উদ্ভাবনের দক্ষতা বাড়িয়েছে । ওয়ান কাং বলেন , পেইচিং অলিম্পিক গেমসকে একটি বৈশিষ্ট্যপূর্ণ ও উন্নত মানের অলিম্পিক গেমসে রূপ দেওয়ার জন্যে চীনের বিভিন্ন ক্ষেত্র মোট দশটি গুরুত্বপূর্ণ প্রকল্প কার্যকর করেছে । অলিম্পিক গেমসের মাধ্যমে গবেষণার এই সব ফলাফল আরো বেশি আর্থ-সামাজিক সাফল্য বয়ে আনবে ।

    শিগগিরই শুরু হওয়া পেইচিং অলিম্পিক গেমস শুধু একটি বিশ্ব ক্রীড়া সম্মিলনী নয়, চীনের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি প্রদর্শনের এক জানালাও । এই জানালার মাধ্যমে বিশ্ব চীনের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির ফলাফল উপভোগ করবে । বিজ্ঞান ও প্রযুক্তির ধারাবাহিক ফলাফল হবে অলিম্পিক আন্দোলন ও সারা বিশ্বের জন্য পেইচিংয়ের রেখে যাওয়া মূল্যবান ধনসম্পদ । --চুং শাওলি