জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট গ্যাত্রিয়েল মুগাবে বিরোধী দুটি দলের নেতা মর্গান গ্যাঙ্গেরাই ও আর্থার মুতামবারার সঙ্গে ২১ জুলাই এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। তারা দলগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠানের কর্মসূচী এবং বৈঠকের মৌলিক নীতি সম্পর্কে একমত হয়েছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, আলোচনার মাধ্যমে দেশের সংকট যত দ্রুত সম্ভব নিরসণ করবেন।
জিম্বাবুয়ে সমস্যার মধ্যস্থতাকারী,দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো মবেকি বিশেষ বিমান যোগে জিম্বাবুয়ে যান এবং স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, দু'পক্ষ আলোচনার বিষয়ে মতৈক্যে পৌঁছনোয় বাস্তব বৈঠক করা সম্ভব হবে।
এদিন জাতিসংঘ মহাসচিব বান কি মুন জিম্বাবুয়ের দুটি দলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পক্ষে কাঠামো চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন। তিনি জিম্বাবুয়ের বিভিন্ন পক্ষকে সংকট নিরসনের জন্য দীর্ঘ মেয়াদী প্রস্তাব খুঁজে বের করার জন্য ইতিবাচক সংলাপ এবং জিম্বাবুয়ের জনগণের জরুরী মানবিক চাহিদা মেটানোর আহ্বান জানিয়েছেন। (লিলু)
|