চলতি বছরের শুরু থেকে চীন আন্তর্জাতিক অর্থনীতির প্রতিকূল উপাদান ও বড় প্রাকৃতিক দুর্যোগজনিত অসুবিধা অতিক্রম করে অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রেখেছে। এ বছরের প্রথমার্ধে অভ্যন্তরীণ উত্পাদনের মোটমূল্য গত বছরের একই সময়ের তুলনায় ১০.৪ শতাংশ বেশী । জাতীয় অর্থনীতি অব্যাহতভাবে সামষ্টিক নিয়ন্ত্রণের দিকে বিকশিত হচ্ছে।
চলতি বছরের শুরু থেকে চীনের কৃষি খাতে আরেক বার বাম্পার ফলন হয়েছে। শিল্পের কাঠামো আরও উন্নত হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য অভ্যন্তরীণ বিশেষ করে ক্রোতার চাহিদার ভূমিকা কিছুটা বেড়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গুণগতমান ও কার্যকারিতা আরও উন্নত হয়েছে। এ বছরের প্রথম ছ'মাসে সারা চীনের আর্থিক আয় ৩০ শতাংশেরও বেশী । শহরাঞ্চলে ৬৪ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ হাজার বেশী।
বতর্মানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য চীনের সংশ্লিষ্ট পক্ষ সামষ্টিক নিয়ন্ত্রণ আরও জোরদার করছে।
|