দক্ষিণ সাগরে চীনের সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ অধিকার লংঘনের যে কোনো তত্পরতার বিরোধিতা করে চীন । ২২ জুলাই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও পেইচংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।
জানা গেছে, ভিয়েতনামের রাষ্ট্রীয় তেল কোম্পানি মার্কিন এক্সোন মোবিলের সঙ্গে একটি অনুসন্ধানের সহযোগিতা চুক্তির ব্যাপারে মতৈক্য পৌঁছেছে। অনুসন্ধানের স্থান ভিয়েতনামের দক্ষিণাঞ্চল এবং চীনের দক্ষিণ সাগরীয় অঞ্চল ।
সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে লিউ চিয়ান ছাও বলেন, চীন এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজের বরাবরের সুষ্ট অভিমত ব্যক্ত করেছে। দক্ষিণ সাগরে চীনের সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণাধিকার লংঘনকারী যে কোন তত্পরতার বিরোধিতা বিরোধীতা করে চীন ।--ওয়াং হাইমান--ওয়াং হাইমান
|