জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক জ্যাক দিউফ ২১ জুলাই হাভানা বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে বলেন, খাদ্যশস্যের খাদ্য মূল্য বৃদ্ধি বিশ্বব্যাপী অনাহারী মানুষ বাড়ার একটি গুরুত্বপূর্ণ কারণ।
তিনি বলেন, আন্তর্জাতিক খাদ্যশস্যের দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্বে অনাহারী লোকসংখ্যা আরও ৫ কোটি বেড়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে অনাহারী মানুষ আরও বাড়বে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক ব্যাংক ও সংশ্লিষ্ট সরকারী সংস্থাগুলো কৃষির ওপরে আর্থিক সমর্থন দেয়ার প্রতিশ্রুতি মেনে চলেনি। এ খাতে বেশি আর্থিক সমর্থন দেয়নি, এমন কি, এর শুধু মাত্র ৫৮ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
দিউফ বলেন, খাদ্যশস্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বিশ্বের ৫৭টি দেশ নতুন উদ্যোগ নিয়েছে। তবে এটি শুধু একটি সূচনা। বিভিন্ন দেশের সরকার রাজনৈতিক মনোভাব জোরদার এবং খাদ্যশস্যের উত্পাদন বাড়ানোর কৌশল নির্ধারণ করলেই কেবল এ পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব হবে। --ওয়াং হাইমান
|