সিনহুয়া বার্তা সংস্থার খবরে বলা হয়েছে,আফগানিস্তানের একজন কর্মকর্তা ২১ জুলাই স্বীকার করেছেন যে, তালেবান জঙ্গীরা ২০ জুলাই দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে পুলিশের বেশ কয়েকটি তল্লাশি চৌকির ওপর চোরাগোপ্তা আক্রমণ চালিয়েছে।এ সময় গোলাগুলিতে দুজন পুলিশ ও ১৫জন তালেবান জঙ্গী নিহত হয়েছে।
হেলমান্দ প্রদেশের পুলিশ ব্যুরোর প্রধান মোহাম্মদ হুসাইন আন্দিওয়াল বলেন, হেলমান্দ প্রদেশের রাজধানি লস্করগাহে ২০ জুলাই গভীর রাতে এক দল তালেবান জঙ্গী পুলিশের বেশ কয়েকটি তল্লাশি চৌকিতে আঘাত হানে। দু পক্ষের মধ্যে দু'ঘন্টারও বেশি সময় ধরে গোলাগুলি চলে। এতে মোট ১৭ জন নিহত হয়।এছাড়াও এক জন পুলিশ আহত হয়।
তালেবানের মুখপাত্র ইউসুফ আহমাদি এই ঘটনার দায়িত্ব স্বীকার করেন।তবে তিনি দাবি করেন, এই সংঘর্ষে তাদের কেউ হতাহত হয় নি।(শিয়ে নান)
|