v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-21 20:16:09    
তুরিন শীতকালীণ অলিম্পিক গেমসের চ্যাম্পিয়ন ও শেন ইয়াং ধাপের মশালবাহক হান সিয়াও পেং'র গল্প

cri

    এখন শুনবেন তুরিন শীতকালীণ অলিম্পিক গেমসের চ্যাম্পিয়ন ও শেন ইয়াং ধাপের মশালবাহক হান সিয়াও পেং'র গল্প।

    ২০০৬ সালে চীনের খেলোয়াড় হান সিয়াও পেং তুরিন শীতকালীণ অলিম্পিক গেমসে বড় সাফল্য পেয়েছিলেন। ফ্রীস্টাইল স্কিইং'র এরিয়ালস ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক পান। এটি ছিল কোনো চীনা খেলোয়াড়ের শীতকাল অলিম্পিক গেমসে স্কিইং ইভেন্টে প্রথম স্বর্ণপদক। সেই সাফল্যের ধারাবাহিকতায় হান সিয়াও পেং পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের শেন ইয়াং ধাপের মশালবাহক ছিলেন। (১)

    বর্তমানে আমরা গ্রীষ্মকালীণ ক্রীড়া চর্চা করছি। আমাদের প্রতিযোগিতা সাধারণত শীতকালে অনুষ্ঠিত হয়। এখন আমরা শারীরিক সামর্থ্য বাড়ানোর জন্য অনুশীলন।

    অলিম্পিক গেমসের চ্যাম্পিয়ন হিসেবে হান সিয়াও পেং বলেছেন, বর্তমানের চর্চা আরো উচুঁ সামর্থ্যের জন্যে প্রস্তুতি। আমি আশা করি, আগামী শীতকালীণ অলিম্পিক গেমসে আমি আবারো শীর্ষে থাকতে পারবো। (২)

    আমি অব্যশই আরো বড় চ্যালেঞ্জের মুখে পড়বো। ২০১০ সালের শীতকালীণ অলিম্পিক গেমসে অংশ নেয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। তবে পরিস্থিতি কি হবে সুনির্দিষ্ট করে বলতে পারি না। আগামী বছর ও শীতকালীণ অলিম্পিক গেমসে আমি অংশ নেবো। আমি চেষ্টা করবো।

    অলিম্পিক গেমসে আবারো চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও, হান সিয়াও পেং'র আরেকটি লক্ষ্য হলো আগামী বিশ্ব কাপে চ্যাম্পিয়ন হওয়া। (৩)

    আমি শীতকালীণ অলিম্পিক গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশীপ ও এশীয় শীতকালীণ গেমসে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। শুধু বিশ্ব কাপে স্বর্ণপদক মিতি নি। সুতরাং চলতি বছরের বিশ্ব কাপে চ্যালেঞ্জ গ্রহণের ব্যাপারে আমি আশাবাদী। আমি আশা করি, আমি গ্র্যান্ড স্লামের মর্যাদা পাবো। তাই আমি এ স্বর্ণপদক জেতার জন্য আরো বেশি চেষ্টা করবো।

    চীনের অভ্যন্তরে বর্তমানে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর চলছে। পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তের শেন ইয়াং ধাপের একজন মশালবাহক হিসেবে হান সিয়াও পেং গর্বিত বোধ করেন। তাছাড়া তিনি চীনের সিছুয়ান ভূমিকম্প দুর্গতদের জন্য নিজের অবদান রাখার ব্যাপারেও আশাবাদী।(৪)

    পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের একজন মশালবাহক হিসেবে আমি গর্ব বোধ করি। আমি খুব খুশি। মশাল পাওয়ার পর আমি সরাসরি নিলামে বিক্রি করবো। নিলামে বিক্রি থেকে পাওয়া অর্থ ভূমিকম্প দুর্গত এলাকার জন্য দেবো।

    সাক্ষাত্কার শেষে হান সিয়াও পেং অলিম্পিক গেমসকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, (৫)

    আমি আশা করি, চীনা খেলোয়াড়রা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সাফল্য অর্জন করতে পারবে। আশা করি, সবাই স্বর্ণপদক পাবে। এর পাশাপাশি পেইচিং অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হবে।