ভারতের পার্লামেন্টের দুদিনব্যাপী বিশেষ অধিবেশন ২১ জুলাই নয়াদিল্লীতে শুরু হয়েছে । এ অধিবেশনের শেষ দিনে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকারের ওপর আস্থা ভোট নেয়া হবে ।
এদিনের অধিবেশনে সিং তার ভাষণে পার্লামেন্টকে সরকারের প্রতি সমর্থন দেয়ার আহবান জানান ।
পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা এল কে আদভানি তার ভাষণে বলেন , সরকার দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না । গত চার বছরে বিভিন্ন স্থানে ঘন ঘন বিস্ফোরণের ঘটনা ঘটেছে । তবে তদন্ত কাজও বিলম্বিত হচ্ছে । তিনি ঔদ্ধত্যের সংগে অসম ভারত-মার্কিন পরমাণু শক্তি সহযোগিতা চালানোর জন্যেও সরকারের সমালোচনা করেন ।
বর্তমানে ভারতীয় জনতা পার্টি ও বহুজন সমাজ পার্টিসহ বেশ কয়েকটি পার্টি সরকারের বিরুদ্ধে ভোট দেবে বলে ঘোষণা দিয়েছে ।
|