২১ জুলাই পেইচিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পৃথকভাবে চীনের প্রেসিডেণ্ট হু চিন থাও এবং প্রধানমন্ত্রী ওয়েন চিয়াও পাওয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
হু চিন থাও বলেছেন, চীন ও রাশিয়ার সম্পর্ককে এগিয়ে নেওয়া চীনের অন্যতম প্রধান কূটনৈতিক লক্ষ্য। রাশিয়ার সঙ্গে চীন দু'দেশের কৌশলগত অংশিদারিত্বের সম্পর্ক নতুন পযায়ে উন্নীত করতে ইচ্ছুক।
চীনের ভূমিকম্পে দুর্গত অঞ্চলের এক হাজার প্রাথমিক এ মাধ্যমিক ছাত্রছাত্রীকে রাশিয়ায় চিকিত্সার জন্য রাশিয়া যে আমন্ত্রণ জানিয়েছে, তার প্রতি হু চিন থাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
লাভরভ বলেন, চীন ও রাশিয়া কৌশলগত সহযোগিতার সম্পর্কের ব্যাপক উন্নয়ন রাশিয়া র কূটনীতির গুরুত্বপূর্ণ লক্ষ্য। একই সঙ্গে তিনি সফল পেইচিং অলিম্পিক গেমসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
লাভরভের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সাক্ষাত্কালে বলেন, তিনি আশা করেন, দু'পক্ষ বিভিন্ন মতৈক্য এবং চুক্তি বাস্তবায়ন জোরদার করবে এবং অর্থনীতি ও বাণিজ্য, খনিজ সম্পদ, অবকাঠামোগত ব্যবস্থা এবং মানবিক আদান-প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হবে।
লাভরভ বলেন, রাশিয়া আশা করে, দু'পক্ষের যৌথ চেষ্টায় খনিজ সম্পদ সংক্রান্ত বৈঠক ত্বরান্বিত করবে এবং "রুশ ভাষা বর্ষ"এবং "চীনা ভাষা বর্ষ" উত্সব সফলভাবে উদযাপিত হবে। তিনি আরো বলেন, এ বছরের মধ্যে চীন-রাশিয়া মৈত্রী প্রতিবেশী সহযোগিতা চুক্তি'র বাস্তব কর্মসূচীতে(২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত) মতৈক্যে পৌঁছানোর জন্য দু'পক্ষ যৌথভাবে চেষ্টা চালিয়ে যাবে এবং দুর্যোগ ও ত্রাণ সাহায্যে সহযোগিতা জোরদার করবে।
(ওয়াং তান হোং)
|