জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র ২১ জুলাই পেইচিংয়ে চালু হয়েছে।
চীনের জাতিসংঘ সমিতির চেয়ারম্যান ছেন চিয়েন উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, এ কেন্দ্র জাতিসংঘ বিষয়ক চীন গবেষণার বিভিন্ন শক্তি সমন্বয় করবে এবং এ গবেষণা ব্যবস্থায় ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে। যাতে জাতিসংঘ ও বহুপক্ষীয় সমস্যায় দূরদর্শী ও কৌশলগত বিষয়গুলো গবেষণা করা যায় বা সরাসরি কূটনৈতিক পরিসেবা দেওয়া যায়।
এদিন সকালে জাতিসংঘ ও সম্প্রীতিময় বিশ্ব নামের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। বইটি জাতিসংঘ সমিতির উদ্যোগে বিশেষজ্ঞ, পন্ডিত ও কূটনীতিকরা যৌথভাবে লিখেছেন। বইয়ে বর্তমানে জাতিসংঘের প্রধান বিষয়, বিভিন্ন পক্ষের প্রস্তাব ও সমস্যা সমাধানে চীনের মতামত তুলে ধরা হয়েছে।(লিলু)
|