" সবুজ অলিম্পিক গেমস" প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য গত কয়েক বছরে গাড়ির দূষিত গ্যাস নির্গমন নিয়ন্ত্রণের জন্য পেইচিং যে ধারাবাহিক ব্যবস্থানিয়েছে তাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিতহয়েছে ।অলিম্পিক গেমস ঘনিয়ে আসার সাথেসাথে পেইচিং পরিবহন নিয়ন্ত্রণের জন্য আরো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে । যাতে অলিম্পিক গেমস চলাকালে যাতায়াত ও পরিবহন এবং আবহাওয়ার মান সুষ্ঠু রাখা যায় ।
২০০১ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠানের অনুমোদন পাওয়ার পর পেইচিংয়ের আবহাওয়ার মান বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে এবং এটি একটি সমস্যা হয়ে দাঁড়ায় । পরিসংখ্যান অনুযায়ী পেইচিংয়ের আবহাওয়া দূষণকারী তিন ভাগের এক ভাগ দূষিত পদার্থের উত্স যান্ত্রিক গাড়ির গ্যাস নির্গমন । বর্তমান পেইচিংয়ে গাড়ির সংখ্যা ৩০ লাখেরও বেশি এবং প্রতিদিন এক হাজার করে গাড়ি বাড়ছে । এর পরিপ্রেক্ষিতে পেইচিং বড় বাসের সংখ্যা এবং তেলের গুণগতমান ও গাড়ির গ্যাস নির্গমনের নতুন মানদন্ড নির্ধারণসহ নানা ব্যবস্থা নিয়েছে ।
গত ৫ বছরে পেইচিং গণ পরিবহন ও বিশেষ লাইনসহ পরিবহনের নানা বুনিয়াদী ব্যবস্থা নির্মাণে মোট ১১০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে । গত সপ্তাহের শেষে পেইচিংয়ে আবার তিনটি সাবওয়ে লাইন চালু হয়েছে । এ নিয়ে পেইচিংয়ে মোট ২০০ কিলোমিটার দৈর্ঘ্যের ৮টি সাবওয়ে লাইন চালু হয়েছে ।
এ ছাড়া যে বড় বাস ও ট্যাক্সিগুলো বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে এবং যেগুলোর নির্গমন পরিমান বেশি সেগুলোকে বাতিল করা হয়েছে । ২০০৫ সাল থেকে এ পর্যন্ত পেইচিংয়ে পর পর ১৪ হাজার বিশুদ্ধ জ্বালানী চালিত গণ বাস নামানো হয়েছে । এ পর্যন্ত পেইচিংয়ের মোট ২০ হাজার যাত্রিবাহী বাসের মধ্যে ৯২ শতাংশ গাড়িতে বিশুদ্ধ জ্বালানি ব্যবহার করা হচ্ছে । এখন পেইচিং বিশ্বে এমন একটি শহরে পরিণত হয়েছে যে শহরে সবচেয়ে বেশি বিশুদ্ধ জ্বালানি চালিত বাস ব্যবহার হচ্ছে । এ সম্পর্কে পেইচিং গণ পরিবহন কোম্পানির উপ মহা ব্যবস্থাপক ফোং সিংফু বলেন , ২০০৫ সাল থেকে এপর্যন্ত সাড়ে তিন বছর সময়ের মধ্যে মোট ১৩ বিলিয়ন রেনমিনপি বরাদ্দ করায় ১১হাজার ১৬২টি পুরনো বাস বাতিল করা হযেছে এবং ১৩হাজার ৫০৯টি বিশুদ্ধ জ্বালানি চালিত বাস কেনা হয়েছে ।
বিপুল পরিমাণে গন পরিবহন উন্নয়ন ছাড়া পেইচিং শহরের তেলের মানদন্ড, গাড়ির নির্গমনের মানদন্ড এবং তদারকিসহ নানা ক্ষেত্রে বেশ কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে । ২০০৮ সালের প্রথম দিকে গোটা দেশে পেইচিং প্রথমেকড়াকড়ি নির্গমনের মানদন্ড কার্যকর শুরু করেছে । এই মানদন্ড চালু করার ফলে এ বছর পেইচিংয়ের বাতাসে বস্তুকণারনিঃসরণ ৩৩০ টন কমবে বলে অনুমাণ করা হচ্ছে । তাছাড়া অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের মোট গাড়ির মধ্যে ১০ শতাংশ অধিক গ্যাস নির্গমনকারীগাড়ির চলাচল নিষিদ্ধ করা হবে ।
এ সম্পর্কে পেইচিং গাড়ি গবেষণা কেন্দ্রের প্রধান প্রফেসর লিউ সিয়েন বলেন, এধরনের গাড়ির বার্ষিক পরীক্ষা বাড়িয়ে দেওয়া, গাড়ির ব্যবহার অনুযায়ী পরীক্ষার ফি বাড়িয়ে দেওয়া অথবা গাড়ির নিঃসরণের মাত্রাঅনুযায়ী নিঃসরণ-ফি আদায় করা হলে গাড়ি ব্যবহারের খরচ বাড়বে । যাতে গাড়ির মালিকরা স্বেচ্ছায় নির্দিষ্ট সময়ের আগে গাড়ি বর্জন করতে বাধ্য হয় ।
এসব ব্যবস্থা ছাড়াও অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ে সাময়িকভাবে পরিবহন নিয়ন্ত্রন ব্যবস্থা চালু করা হয়েছে । যেমন সরকারী অফিসের ৭০ শতাংশ গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে । ২০ জুলাই থেকে গাড়ির চলাচলে নিয়ন্ত্রণ আনার জন্যে" জোড়-বেজোড়" পদ্ধতি প্রয়োগ শুরু হয়েছে । এই ব্যবস্থা খুবই আকর্ষনীয় । এ সম্পর্কে পেইচিংয়ের মাদাম চেন চিয়ে বলেন , এই ব্যবস্থার ফলে পেইচিংয়ের উপকার হবে । শুধু পরিবহনের অবস্থা উন্নত হবে তা নয় বরং আবহাওয়ার জন্য ভাল হবে । অলিম্পিক গেমস ঘনিয়ে আসছে, এই ব্যবস্থা চালু হওয়ায় পেইচিংয়ের আকাশ আরো বেশি নীল হবে । অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের আবহাওয়া সুন্দর হবে ।
পরিবহন বিভাগের অনুমান অনুযায়ী " জোড় বেজোড়" পদ্ধতিচালু হওয়ার পর প্রতিদিন ৪০ লাখ মানুষ বাস বা সাবওয়ে ব্যবহার শুরু করবেন । যাতে নাগরিকদের দৈনন্দিন কাজ ও জীবনযাত্রা ব্যাহত না হয় তার জন্য পেইচিং সরকার আরও বেশ কিছু নতুন ব্যবস্থা নেবে । --চুং শাওলি
|