আসিয়ান ৪১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন ২১ জুলাই সকালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। আসিয়ানের দশটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সম্মেলনে মিয়ামারের ত্রাণ পরিস্থিতি এবং বিভিন্ন দেশের "আসিয়ান সংবিধান"- অনুমোদনের প্রক্রিয়া পর্যালোচনা করবেন। এর পাশাপাশি তাঁরা আসিয়ানের মানবধিকার সংস্থার দায়িত্ব ও ক্ষমতার পরিধি এবং এ অঞ্চলের পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করবেন।
সিঙ্গাপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনঅনুষ্ঠিতহবার পর এটি আরেকটি উচ্চ পর্যায়ের সম্মেলন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুং সম্মেলনে ভাষণ দেবেন।
জানা গেছে, কয়েক দিন পর আসিয়ানের সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাত্ করবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র,অষ্ট্রেলিয়া,নিউজিল্যান্ড,ভারত ,রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ সংলাপের অংশীদার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাত্ করবেন। তাছাড়া তারা পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অনানুষ্ঠানিক সম্মেলন এবং ১৫তম আসিয়ান অঞ্চলের ফোরামে যোগ দেবেন। এসব সম্মেলন ২৪ জুলাই শেষ হবে বলে অনুমান করা হচ্ছে।(লিলু)
|