২১ জুলাই সকাল পৌনে ১০টায় চীনের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ অভিযানে অংশগ্রহণকারী সেনাবাহিনীর মধ্যে ৫১৫ জন ছত্রীসৈন্য রেলগাড়িতে করে ছেনতুং ত্যাগ করেছেন।
১২ মে সিছুয়ানের ওয়েনছুয়ান ভয়াবহ ভূমিকম্পের পর চীনের মুক্তি ফৌজ ও সশস্ত্র পুলিশ বাহিনীর ১ লাখ ৩৮ হাজার সদস্য উদ্ধার ও ত্রাণ কাজে যোগ দেন। ১৭ জুলাই পর্যন্ত উদ্ধারকারী সেনাবাহিনী ধ্বংসাবশেষ থেকে ৩৩৩৬ জন মানুষকে উদ্ধার করেছে, ১৪ লাখ মানুষকে নিরাপদে স্থানান্তর করেছে এবং ১১ লাখ ৯০ হাজার আহতকে চিকিত্সা করেছে। তা ছাড়া, সেনাবাহিনী ধ্বংসাবশেষ পরিষ্কার, উদ্ধার সামগ্রী পরিবহন এবং মহামারী প্রতিরোধ সংক্রান্ত নানা কাজ করেছে।
এখন চীনের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজ পুনর্বাসন ও পুনর্গঠন পর্যায়ে প্রবেশ করেছে। সেনাবাহিনীর প্রধান দায়িত্ব প্রায় সম্পন্ন হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হু চিন থাওয়ের আদেশ অনুযায়ী, ২১ জুলাই থেকে দুর্গত অঞ্চল থেকে ধারাবাহিকভাবে সেনাবাহিনী প্রত্যাহার শুরু হয়েছে। প্রথমে সেনাবাহিনী সরে যাওয়ার পর আরো প্রায় ৮০ হাজার মুক্তি ফৌজ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য ও অফিসারকে নিজ নিজ কর্তব্য সাধনের পর ক্রমান্বয়ে প্রত্যাহার করা হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|