মার্কিন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা ২১ জুলাই তার ইরাক সফর শুরু করেছেন এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন।
ইরাকে মার্কিন দূতাবাস বলেছে, ওবামা ইরাকের উচ্চপদস্থ কর্মকর্তা, ইরাকে যৌথ বাহিনীর কমান্ডার এবং মার্কিন দূতাবাসের কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন।
এ মাসের শুরুর দিকে ওবামা বলেন, তিনি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে , ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করবেন। এর মাধ্যমে এর গুরুত্ব আফগানিস্তানে স্থানান্তরিত হবে। তিনি আরো বলেন, এবারের সফরে তিনি ইরাকে মার্কিন কমান্ডারের মতামত শুনবেন। এর আগে ওবামা প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলে ১৬ মাসের মধ্যে ইরাক থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন তিনি পুনরায় তা বিবেচনা করবেন। --ওয়াং হাইমান
|