২০ জুলাই থেকে ইসরাইল-ফিলিস্তিন অঞ্চলে সফররত বৃটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন,ফিরিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বর্তমানে দু পক্ষের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। তিনি আশা করেন,তারা শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়র চেষ্টা চালাবে ।
একই দিন সন্ধ্যায় ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সংগে বৈঠক করার পরে তিনি জানান, যদিও ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনার পথে অনেক বাধা আছে,তবুও তিনি আশা করেন যে, সামনে ভালো সুযোগ অপেক্ষা করছে ।ওলমার্ট বলেন,বসতি সমস্যা সম্পর্কে দু পক্ষের মতভেদগুলো ফিলিস্তিন-ইসরাইল শান্তি চুক্তি স্বাক্ষরের পথে বাধা হয়ে দাঁড়াবে না।
একই দিন জর্দান নদীর পশ্চিম তীরের শহর বেথলেহেমে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সংগে বৈঠক করার পরে ব্রাউন প্রতিশ্রুতি দেন যে,ফিলিস্তিনকে বৃটেন আরো সহায়তা ও সমর্থন করবে। তা ছাড়া বৃটেন ফিলিস্তিনকে পুলিশ প্রশিক্ষনে সাহায্য করেবে। তিনি ইসরাইলকে বসতি সম্প্রসারণ বন্ধ করার তাগিদ দেন।আব্বাস বলেন,আশা করা হচ্ছে যুক্ত রাষ্ট্রের সাহায্যে দু পক্ষ আলোচনার সকল গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করবে।যাতে এ বছর শেষ হওয়ার আগে শান্তি চুক্তি স্বাক্ষর করা যায়।(শিয়ে নান)
|