১৯ জুলাই সাংবিধানিক পার্লামেন্ট নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলেছেন, এদিন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রেসিডেন্ট প্রার্থী সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পাননি বলে প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট দান হবে।
সাংবিধানিক পার্লামেন্টের চেয়ারম্যান কুল বাহাদুর গুরুং বলেন, এবারের নির্বাচনে সাংবিধানিক পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল 'এন সি' -এর প্রেসিডেন্ট প্রার্থী ডঃ রাম বারান ইয়াদাভ ২৮৩ ভোট পেয়েছেন এবং প্রথম বৃহত্তম দল মাওবাসী 'সি পি এন'-এর প্রেসিডেন্ট প্রার্থী রাম রাজা প্রাসাদ সিং ২৭০ ভোট পেয়েছেন। তবে এ দু'জন ইভয়ই অর্ধেক ভোটার সমর্থন পাননি। কিন্তু সাংবিধানিক পার্লামেন্টের চতুর্থ বৃহত্তম দল -- মাধেসি জন অধিকার ফোরাম 'এম জে এফ' মনোনীত ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী পারামানান্দ জহা ৩০৫ ভোট পেয়ে সাফলের সঙ্গে নেপাল প্রজাতন্ত্রের প্রথম ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন।
গুরুং আরো বলেন, ২১ জুলাই নেপালের সাংবিধানিক পার্লামেন্টের দ্বিতীয় দফা ভোট দান শুরু হবে। নির্বাচনের সংশ্লিষ্ট তফসিল অনুযায়ী ভোটপ্রাপ্ত সবচে' বেশি দু'জন প্রেসিডেন্ট প্রার্থী ডঃ রাম বারান ইয়াদাভ এবং রাম রাজা প্রাসাদ সিং পরবর্তী ভোট দানে অংশ নেবেন।--ওয়াং হাইমান
|