চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও দক্ষিণাঞ্চলের কুয়াং তুং প্রদেশে অর্থনীতির অবস্থা তদন্ত করার সময়ে জোর দিয়ে বলেছেন, দ্রব্যমূল্যের মাত্রাতিরিক্ত বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নয়ন এগিয়ে নেয়ার জন্য চীনের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগকে প্রচেষ্টা চালাতে হবে ।
১৯ ও ২০ জুলাই কুয়াং তুংয়ে তদন্তকালে ওয়েন চিয়া পাও বলেন, এ বছর চীনের আর্থ সামাজিক উন্নয়ন কঠোর চ্যালেঞ্জ ও পরীক্ষার মুখে পড়লেও সুষ্ঠু উন্নয়নের প্রবনতা বজায় রেখেছে। তবে অর্থনীতির উন্নয়নে আরও বেশ কিছু দ্বন্দ্ব ও সমস্যা রয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের উচিত ঝুঁকি চেতনা জোরদার করা।
এ বছরের প্রথমার্ধে চীনের জি ডি পি গতবছরের একই সময়ের তুলনায় ১০.৪ শতাংশ বেশি। বৃদ্ধির হার গতবছরের একই সময়ের তুলনায় একটু কম। এ বছরের প্রথমার্ধে সি পি আই গতবছরের একই সময়ের তুলনায় ৭.৯ শতাংশ বেশি।--ওয়াং হাইমান
|