চীনের রাষ্ট্রীয় পরিষদের তিন গিরিখাত প্রকল্পের পরীক্ষা গ্রুপ সম্প্রতি তিন গিরিখাত প্রকল্প পরীক্ষা-নীরিক্ষা করেছে। পরীক্ষার পর বোঝা যায় যে, তিন গিরিখাত প্রকল্পে ১৭৫ মিটার গভীরতার পানি রির্জাভ করা যায়।
চীনের ইয়াংসি নদীর তিন গিরিখাত প্রকল্পের উন্নয়ন কোম্পানির মহা ব্যবস্থাপক লি ইয়ুং আন হুপেই ইছানে ব্যাখ্যা করে বলেছেন, সম্প্রতি প্রকল্পের নির্মান, জনসাধারণের পুর্নবাসন , ভূতাত্বিক দুর্যোগ মোকাবেলা, পলিমাটি গবেষণা সহ বিভিন্ন দিক থেকে প্রমাণিত হয়েছে যে, তিন গিরিখাত প্রকল্পে বন্যার পর ১৭৫ মিটার ভগীরতার পানি রির্জাভ করা যায়।
তিন গিরিখাত প্রকল্পের প্রাথিমক ডিজাইন অনুয়ায়ী, চলতি বছর বন্যার পর আগে থেকে ১৭৫ মিটার গভীরতার পানি রির্জাভ করার ফলে তিন গিরিখাত প্রকল্পের বহুমুখী কার্যকারিতা আরও বাড়ানো হয়েছে।
বতর্মানে চীনের হেপেই প্রদেশের ইছাং শহরে অবস্থিত ইয়াংসি নদীর তিন গিনিখাত প্রকল্প বিশ্বের বৃহত্তম জলসেচ প্রকল্প ।এ প্রকল্পের বন্যা প্রতিরোধ, বিদ্যুত উত্পাদন , নৌ-পরিবহণ সহ বহুমুখী কার্যকারিতা আছে।
|