১৯ জুলাই মধ্যরাত ১২টা থেকে চীনের রাজধানী পেইচিংয়ে জোড় ও বেজোড় তারিখ অনুসারে মোটর গাড়ি চলাচল করতে এবং বিবিন্ন প্রতিষ্ঠান ভিন্ন সময় কাজ শুরু ও শেষ করার ব্যবস্থা নিতে শুরু করবে । যাতে পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমস চলাকালে যাতায়াত স্বাভাবিক হতে পারে এবং বায়ুর মান নিশ্চিত করা যায় ।
এ দুটি ব্যবস্থা ২০ সেপ্টেম্বর পর্যন্ত বলবত থাকবে । এ দুই মাসের মধ্যে পেইচিং ও অন্যান্য স্থান থেকে আসা মোটর গাড়িগুলো জোড় ও বেজোড় তারিখ অনুযায়ী চলাচল করবে । পেইচিংয়ে শহর পরিচালনা ও পরিসেবামূলক কাজে নিয়োজিত প্রতিষ্ঠান , সামাজিক সংস্থা ও স্কুল-বিদ্যালয় ছাড়া সব স্তরের রাষ্ট্রীয়াত্ত শিল্পপ্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন সময় কাজ শুরু ও শেষ করার ব্যবস্থা নেবে ।
এ দুটি ব্যবস্থার দরুণ কিছু সংখ্যক জনতার চলাফেরায় সৃষ্ট অসুবিধা দূর করার জন্যে পেইচিং পৌর সরকার সাবওয়ে ও পাবলিক বাসগুলো চলাচলের সময় বাড়ানো ও আরো বেশি ট্রেন ও বাস নামানোর ব্যবস্থা নিয়েছে ।
|