চীনের মহাকাশ প্রযুক্তিবিদ্যা ইতোমধ্যে ব্যাপক আকারে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান , মশাল , নিরাপত্তা সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়েছে ।
২০ জুলাই পেইচিংয়ে আয়োজিত এক সংশ্লিষ্ট ফোরাম সূত্রে জানা গেছে , পেইচিং অলিম্পিক গেমসের মশালে ক্ষেপনাস্ত্র মোটরের প্রযুক্তি প্রয়োগ করা হয় । এর সুবাদে চুমোলংমা শৃংগের নিম্ন তাপ , নিম্ন চাপ ও প্রবল বাতাসের মত অত্যন্ত বিরূপ পরিবেশে সাফল্যের সংগে মশাল প্রজ্বলন করা এবং স্থিতিশীলভাবে জ্বলতে থাকা সম্ভব হয়েছে । তাছাড়া চীনের মহাকাশ প্রযুক্তিবিদ্যা প্রতিযোগিতা সম্প্রচার ও আবহাওয়ার পূর্বাভাস দেয়ার ক্ষেত্রে পেইচিং অলিম্পিক গেমসের জন্যে সুষ্ঠু পরিসেবা প্রদান করবে ।
গত কয়েক বছরে চীনের মহাকাশ ব্রতের দ্রুত বিকাশের সংগে সংগে দুবার সাফল্যের সংগে মানববাহী খেয়াযান পাঠানো এবং চাঁদে প্রথম অনুসন্ধান অভিযান চালানো সম্ভব হয়েছে ।এতে করে চীন মহাকাশের কয়েকটি গুরুত্বপর্ণ প্রযুক্তিগত ক্ষেত্রে বিশ্বের প্রথম সারিতে প্রবেশ করেছে ।
|