২০ জুলাই চীনের রাজধানী পেইচিংয়ে ১০টি বিশেষ অলিম্পিক পাবলিক বাস চালু হয়েছে । আগামী ৯ আগস্ট থেকে অন্য ২৪টি বিশেষ অলিম্পিক পাবলিক বাসও চালু হবে । তখন এসব বাস দিয়ে পেইচিংয়ের সব অলিম্পিক স্টেডিয়ামে যাওয়া যাবে ।
পেইচিং পাবলিক বাস গোষ্ঠীর সহকারী ম্যানেজার জেনারেল ইয়াও চেন পিং জানান , অলিম্পিক স্টেডিয়ামগুলোর আশেপাশে পাবলিক বাসের স্বল্পতা পূরণের জন্যে পেইচিংয়ে ৩৪টি বিশেষ অলিম্পিক পাবলিক বাস চালু হতে যাচ্ছে । এর মধ্যে ২০ জুলাই চালু করা ১০টি পাবলিক বাসের রয়েছে বেশ কিছু বাস স্টেশন । সাধারণ সময়ও শহরবাসীরা এসব বাসে চড়তে পারেন । অন্য ২৪টি পাবলিক বাস প্রধানত অলিম্পিক গেমসের দর্শক , প্রতিযোগিতা কর্মী ও সাংবাদিকদের সেবায় নিয়োজিত থাকবে ।
বিশেষ অলিম্পিক পাবলিক বাস চালু হওয়ার পর প্রতিদিন ৫ লাখ যাত্রী বেশি বহন করা যাবে ।
|