চীনের ইসলাম ধর্ম সমিতির চেয়ারম্যান ছেন কুয়াংইউয়ান এবং বৌদ্ধ ধর্ম সমিতির ভাইস চেয়ারম্যান স্যুয়ে চেন সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত " বিশ্ব সংলাপ সম্মেলনে" পৃথকপৃথকভাবে ভাষণ দিয়েছেন । ভাষণে তারা বহুমুখী ধর্মীয় সংলাপ করে যৌথভাবে সুষম বিশ্ব গতে তোলার আহবান জানিয়েছেন ।
ছেন কুয়াংইউয়ান বলেন , মানবজাতির সর্বাধিক সহযোগিতার ওপর নির্ভর করলেই কেবল দারিদ্র ও ধনীর ব্যবধান এমন কি পরিবেশ দুষণ , এইডস রোগের বিস্তারসহ নানা সমস্যার সমাধান বা কমিয়ে দেওয়া যায় । চীন বৌধ ধর্ম,তাও ধর্ম, ইসলাম ধর্ম, ক্যাথ্যালিক ধর্ম ও খ্রিষ্টিয়ান ধর্মসম্পন্ন একটি দেশ । আজকের চীনের সমাজ স্থিতিশীল , জাতি ঐক্যবদ্ধ , ধর্মে-ধর্মে সম্প্রীতিপূর্ণ। এটা বিভিন্ন ধর্মের মধ্যে সমতা ও পরস্পরকে সাহায্য করা , পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন, যৌথভাবে ধর্মের মেধা সম্প্রসারণকরা , সহযোগিতা করে সুষম সমাজ গড়ে তোলা ও অন্যান্যলোকদের জন্য কল্যাণ গড়ে তোলার " প্রাচ্য আকারের" সঙ্গে সম্পর্কিত ।
স্যুয়ে ছেন বলেন , মানব সমাজের সংস্কৃতি ও সভ্যতা নানা রকমের । এটা যেমন একটা বাস্তব অবস্থা তেমন মানবজাতির সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন । --চুং শাওলি
|