ইরানের পরমাণু আলোচনার প্রধান প্রতিনিধি সয়িদ জালিলি জেনেভায় অনুষ্ঠিতব্য ইইউ'র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি প্রণয়ন সংক্রান্ত উর্ধ্বতন প্রতিনিধি হাভিয়ার সোলানার সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী । ১৮ জুলাই তেহরানে তিনি এ কথা বলেছেন ।
তিনি বলেন , ইরান ইইউ'র সঙ্গে ইরানের পরমাণু সমস্যায় যুক্তরাষ্ট্র , ব্রিটেন , চীন , রাশিয়া , ফ্রান্স ও জার্মানীর বৈঠক আবার শুরু করা সংক্রান্ত কর্মসূচী এবং ইরানের উপস্থাপিত পরমাণু সমস্যা সংক্রান্ত ধারাবাহিক প্রস্তাব নিয়ে আলোচনা করবে । ইরান মনে করে , সংলাপ করার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের দৃষ্টিভঙ্গি কি সেটাই বড় কথা । যদি বিভিন্ন পক্ষ গঠনমূলক মনোভাব নিয়ে বৈঠকে অংশ নেয় , তাহলে আগের ভুল বোঝাবুঝি এড়ানো যাবে । (থান )
|