ছুটি কাটানোর জন্য রাশিয়ায় আসা চীনের সিছুয়ান প্রদেশের ভূমিকম্প এলাকার ৩৬৪জন ছাত্রছাত্রীদের জন্য ১৮ জুলাই সকালে রাশিয়ার ভ্লাদিভোস্টোক শহরে অবস্থিত সাগর নামের নিখিল রাশিয়া শিশু কেন্দ্রে অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয় । এর মধ্য দিয়ে চীনা ছাত্রছাত্রীসহ একটি আন্তর্জাতিক গ্রীষ্মকালীন শিবির উদ্বোধন হয়েছে ।
রাশিয়ায় চীনের রাষ্ট্রদূত লিউ কুও ছাং আন্তর্জাতিক গ্রীষ্মকালীন শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন , চীনের সিছুয়ান ভূমিকম্প এলাকার মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫৭০ ছাত্রছাত্রী ছুটি কাটানোর জন্য রাশিয়ায় আসবে । এ থেকে স্পষ্ট যে , দু'দেশের সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে । রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও চীনের প্রেসিডেন্ট হু চিন থাও যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন । এতে চীনা জনগণ ও চীনের ভূমিকম্প এলাকার শিশুদের প্রতি রাশিয়া প্রেসিডেন্ট , সরকার ও জনগণের ভালেবাসা ও স্নেহ প্রতিফলিত হয়েছে । (থান )
|