v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-18 19:04:14    
ইংতং জিমনেশিয়াম

cri

পেইচিং অলিম্পিক গেমসের ওয়াটার পোলো ও মডার্ন পেন্টাথলন (Modern Pentathlon) প্রতিযোগিতা পেইচিং শহরের উত্তরাঞ্চলের ইংতং জিমনেশিয়ামে আয়োজিত হবে।

১৯৮৬ সালে ইংতং জিমনেশিয়াম নির্মিত হয়। চীন একাদশ এশিয়া গেমস ১৯৯০ স্বাগতিক দেশ হিসেবে নির্ধারিত হওয়ার পর হংকংয়ের ব্যবসায়ী হো ইংতং ১০কোটি হংকং ডলার ব্যায়ে এশিয়া গ্রামে জিমনেশিয়ামটি নির্মাণ করেন। তখন ইংতং জিমনেশিয়াম এশিয়ার বৃহত্তম সাঁতার জিমনেশিয়াম ছিল। একাদশ এশিয়া গেমসের পরও এখানে বহুবার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।

অলিম্পিক গেমস ২০০৮ আয়োজনের জন্য পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ২০০৬ সালের এপ্রিল থেকে ইংতং সাঁতার জিমনেশিয়ামকে রুপান্তরের কাজ শুরু করে। বর্তমানে এর নির্মান কাজ সম্পন্ন হয়েছে। এখন ইংতং জিমনেশিয়ামের আয়তন ৪৩হাজার বর্গ মিটার। এতে প্রতিযোগিতা পুল, অনুশীলন পুল ও ডাইভিং পুল রয়েছে।

২০০৬ সালে হো ইংতং মারা গেছেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি বরাবরই চীনের ক্রীড়া উন্নয়নে সমর্থন যুগিয়েছেন। অলিম্পিক গেমস চীনে আয়োজন ছিল তাঁর সারা জীবনের স্বপ্ন। গত শতাব্দীর ৮০-এর দশকে পেইচিং সফলভাবে একাদশ এশিয়া গেমস আয়োজনের আবেদন করে। কিন্তু এশিয়া গেমসের স্টেডিয়াম নির্মাণে ব্যাপক অর্থ দরকার ছিল। সেজন্য হো ইংতং ১০কোটি হংকং ডলার দিয়ে এশিয়ান গেমসের সাঁতার জিমনেশিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেন। সেজন্য এর নাম রাখা হয় হো ইংতংয়ের নামে।

পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের আবেদনের প্রক্রিয়ায় হো ইংতং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যদের সমর্থন পেইচিংয়ের পক্ষে আনার জন্য ব্যাপক চেষ্টা করেন। চীন অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ হিসেবে নির্ধারিত হওয়ার পর তিনি জাতীয় সাঁতার স্টেডিয়াম ওয়াটার কিউবিকের নির্মাণে ২০কোটি রেনমিপি প্রদান করেন।

হো ইংতংয়ের দুর্ভাগ্য যে চীনে আয়োজনে অলিম্পিক গেমস যাতে দেখে পারেন নি। কিন্তু তিনি চীনের ক্রীড়া উন্নয়নের তার অবদানের কথা চীন স্মরণ রাখবে।