v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-18 18:48:27    
পেইচিং অলিম্পিক গেমসে চীনের ঐতিহ্যিক সংস্কৃতি প্রতিফলিত হবে

cri
    পেইচিং অলিম্পিক গেমসের তিনটি ধারণার মধ্যে মানব সংস্কৃতি অলিম্পিকের ধারণা সবচেয়ে গুরুত্বপূর্ণ । এই ধারণায় অলিম্পিক চেতনার সঙ্গে চীনের পাঁচ হাজার বছরের সংস্কৃতির সমন্বয় ঘটেছে ।

    চীনের সংস্কৃতির ইতিহাস পাঁচ হাজার বছরেরও বেশি সময়ের । চীনের সুদীর্ঘ সংস্কৃতির ইতিহাসে কখনো ছেদ পড়ে নি । পেইচিং চীনের একটি ঐতিহাসিক নগর , পেইচিংয়ের ইতিহাস তিন হাজার বছরেরও বেশি । পেইচিং মহানগরে অনেক মূল্যবান পুরানিদর্শন রয়েছে । চীনের গণ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চিং ইউয়েন ফু বলেন , চীনের পাঁচ হাজার বছরের সংস্কৃতি অলিম্পিক গেমসের সময় চীনের সংস্কৃতি প্রদর্শনের ভিত্তি । অলিম্পিক গেমস আয়োজনের অধিকার পাওয়ার জন্য ২০০০ সাল থেকে চীন শহর পর্যায়ের পুরানির্দশন মেরামতের কাজ শুরু করে । এ খাতে তিন বছরের মধ্যে ৩০ কোটি ইউয়ান ব্যয় করা হয়েছে । অলিম্পিক গেমস আয়োজনের অধিকার পাওয়ার পর ২০০৩ সাল থেকে পেইচিং পৌর কমিটি পরবর্তী পাঁচ বছরে আরো ৬০ কোটি ইউয়ান বরাদ্দ করার সিদ্ধান্ত নেয়।

    রাজধানী পেইচিংয়ের ঐতিহাসিক পুরানিদর্শন রক্ষার জন্য অনেক অলিম্পিক স্টেডিয়াম পুরানিদর্শনের আশেপাশে নির্মান না করার সিদ্ধান্ত নেয়া হয় । পেইচিং বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অলিম্পিক গেমসের টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । আশাপাশের প্রাচীন স্থাপত্য ও বড় বড় গাছ রক্ষার জন্য এ স্টেডিয়ামের স্থান দুই বার পরিবর্তন করা হয়েছে । পেইচিং বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের ডিজাইনার থান সোও নিন বলেন , অলিম্পিক গেমস কমিটির অনুরোধ অনুসারে বড় গাছের ছায়ার তিন মিটারের মধ্যে কোনো স্থাপত্য নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে । স্টেডিয়ামের পাশের উদ্যান ও প্রাচীন গাছ রক্ষার জন্য আমরা এই স্টেডিয়ামের স্থান দুই বার পরিবর্তন করেছি ।

    চীনের বৈশিষ্ট্যময় সংস্কৃতি দেখানোর জন্য পেইচিং অলিম্পিক গেমসের মাসকট--পাঁচটি চীনা পুতুল , গেমসের প্রতীক ও মশালের ডিজাইনেও চীনের সংস্কৃতির উপাদান রয়েছে । যেমন গেমসের মাসকট --পাঁচটি চীনা পুতুল ডিজাইনের সময় অলিম্পিক গেমসের পতাকার পাঁচটি রিং , চীনের বিস্তীর্ণ ভূখন্ড , নদনদী , পর্বত-পাহাড় ও চীনাদের প্রিয় প্রাণীর কথা বিবেচনা করা হয়েছে । চীনের বিখ্যাত চিত্রকলা সমালোচক সুই থিয়েন চুং বলেন , পেইচিং অলিম্পিক গেমসের মাসকট পাঁচটি সুন্দর চীনা পুতুল মৈত্রীর দূত । এ পাঁচটি প্রাণবন্ত পুতুলেও চীনের বৈশিষ্ট্যময় সংস্কৃতি প্রতিফলিত হয়েছে ।

    পেইচিং অলিম্পিক গেমসের প্রতীকে চীনের ঐতিহ্যিক সিল ও হস্তলিপীর সঙ্গে ক্রীড়ার চমত্কার সমন্বয় করা হয়েছে । প্রতীকটি হলো একজন দৌড়বিদের জয় হবার জন্য সামনের দিকে দৌড়ানোর দৃশ্য। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাঁক রগ বলেন , পেইচিং অলিম্পিক গেমসের প্রতীক খুবই চমত্কার । এ প্রতীক দেখে চীনের ইতিহাস ও সাংস্কৃতিক উত্তরাধিকারের কথা মনে পড়ে । তা ছাড়া এ প্রতীক একটি প্রাণবন্ত চীনের প্রতীক ।

    মানব সংস্কৃতির অলিম্পিকের পরিবেশ সৃষ্টির জন্য পেইচিং শহরবাসীদের মান উন্নত করতে অনেক ব্যবস্থা নেয়া হয়েছে । গত সাত বছরে শহরবাসীদের চালচরণে আদব কায়দা বাড়ানো , স্টেডিয়ামে সভ্য পরিবেশ ও পরিসেবা ক্ষেত্রের আধুনিকতা আনার চেষ্টা করা হয়েছে । অলিম্পিক গেমসের সময় চীনের ঐতিহ্যিক সংস্কৃতির মূল বিষয় সম্প্রীতি প্রদর্শিত হবে । চীনের গণ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চিং ইউয়েন ফু বলেন , আমি মনে করি চীনের ঐতিহ্যিক সংস্কৃতি আধুনিক অলিম্পিক গেমসের জন্য নতুন পুষ্টি যোগাবে । আমরা বিশ্বাস করি পেইচিং অলিম্পিক গেমসের মাধ্যমে পেইচিংয়ের শহরবাসীদের আবাসিক পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি চীনের সংস্কৃতি ও বিশ্ব সংস্কৃতির বিনিময় তরান্বিত হবে ।