১৭ জুলাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা প্রকাশিত " বিশ্ব অর্থনীতির প্রত্যাশা" শীর্ষক রিপোর্টে বলা হয়েছে , আই এম এফ চলতি ও আগামী বছরে বিশ্ব অর্থনীতির পৃবৃদ্ধির ব্যাপারে আশাবাদী। এর সঙ্গে সঙ্গে রির্পোটে সর্তক করে দিয়ে বলা হয়েছে, বতর্মানে বিশ্ব অর্থনীতি আশাব্যঞ্জক নয়, বিশেষ করে মুদ্রাস্ফীতির ব্যাপারে সর্তকতা বজায় রাখা উচিত। রির্পোটটিতে বলা হয়, ২০০৮ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার ৪.১ শতাংশ এবং ২০০৯ সালে ৩.৯ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। দু'বছরের প্রবৃদ্ধি ২০০৭ সালের ৫ শতাংশের চেয়ে কম। কিন্তু এ দু'বছরের প্রবৃদ্ধি হার গত এপ্রিল মাসে আই এম এফের অনুমানের চাইতে বেশী। তখন আই এম এফ যথাক্রমে ৩.৭ ও ৩.৮ শতাংশ অনুমান করেছিল।
এর পাশাপাশি আই এম এফ চীনের অর্থনীতির প্রবৃদ্ধিতে আশাবাদী। এই সংস্থা মনে করে , চলতি ও আগামী বছর চীনের অর্থনীতির প্রবৃদ্ধি হার যথাক্রমে ৯.৭ ও ৯.৮ শতাংশ হবে যা গত এপ্রিল মাসে এই সংস্থার অনুমিত ৯.৩ ও ৯.৫ শতাংশের চেয়ে বেশী।
কিন্তু আই এম এফ সর্তক করে দিয়ে বলেছে, জ্বালানী ও খাদ্যের দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির ওপর চাপ বাড়বে ।
|