১৭ জুলাই সুদানের প্রেসিডেন্টের উপদেষ্টা মুস্তাফা ওসমান ইসমাইল বলেছেন, প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে ব্যাপারে সুদান আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি'র সঙ্গে কোনো আলোচনা করবে না।
এ দিন একটি ফোরামে তিনি বলেন, সুদান আইসিসি'র সঙ্গে সরাসরি সহযোগিতা করবে না, এমনকি কোনো সুদানীকে এই মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আইসিসিতে পাঠানো হবে না।
একই দিন সন্ধ্যায় মিসরে সুদানের রাষ্ট্রদূত ও আরব লীগে সুদানের স্থায়ী প্রতিনিধি আব্দেল-মনেইম মাব্রুক কায়রোয় বলেন, বশিরের প্রতি আইসিসি'র কৌঁসুলির অভিযোগ সুদানের দারফুর অঞ্চলের পরিস্থিতি আরো জটিল করে তুলবে। তিনি আবারো ঘোষণা দেন যে, সুদান আইসিসি'র 'রোম আইন'-এর স্বাক্ষরকারী দেশ নয় এবং সুদানী নাগরিকদের ওপর আইসিসি'র প্রশাসনিক অধিকার স্বীকার করে না।
খোং চিয়াচিয়া
|