মৌরিতানিয়ার প্রধানমন্ত্রী ইয়াহিয়া উদ আহমেদ আল ওয়াফ ১৭ জুলাই প্রেসিডেন্ট সিদি মোহাম্মুদ উদ শইখ আব্দাল্লাহির পক্ষ থেকে মৌরিতানিয়ার জন্য চীনের পাঠানো ২৮ দফা চিকিত্সা দলের সদস্যদেরকে পুরস্কৃত করেছেন। চিকিত্সা দলের নেতাকে কাভালিয়া পদক, শাখা দলের ৪ জন নেতাকে প্রথম শ্রেণীর গৌরব পদক এবং চিকিত্সা দলের ২১জন সদস্যদেরকে দ্বিতীয় শ্রেণীর গৌরব পদক দেয়া হয়েছে।
পুরস্কার অনুষ্ঠানে ওয়াফ দীর্ঘকাল ধরে চিকিত্সা ও স্বাস্থ্য ক্ষেত্রে দু'দেশের স্থায়ী ও কার্যকর সহযোগিতার জন্য মৌরিতানিয়া এবং চীনের প্রশংসা করেছেন। তিনি মৌরিতানিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে চীনের চিকিত্সা দলের সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।
মৌরিতানিয়াকে চীনের চিকিত্সা দলের ৪০ তম সাহায্য বার্ষিকী উপলক্ষে এদিন রাতে মৌরিতানিয়ায় চীনের দূতাবাসে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। মৌরিতানিয়ায় চীনের রাষ্ট্র দূত চাং সুন বলেন, মৌরিতানিয়াকে চীনের চিকিত্সা দলের সাহায্য অব্যাহত রাখা হবে। চিকিত্সা ও স্বাস্থ্য ক্ষেত্রে চীন অব্যাহতভাবে মৌরিতানিয়ার সঙ্গে সহযোগিতা চালাবে এবং মৌরিতানিয়ার সমাজের উন্নয়নে নতুন অবদান রাখবে। (লিলি)
|