v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-17 19:52:55    
" পেইচিং অলিম্পিক গেমসের জন্য ইসরাইলের তথ্য মাধ্যম পুরোপুরি প্রস্তুত"

cri
    সংবাদ প্রচারকে অলিম্পিক গেমসের আরেকটি রণক্ষেত্র বলে মনে করা হয়। পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধন হতে আর মাত্র এক মাসেরও কম সময় বাকি । বতর্মানে ইসরাইলের ক্রীড়া প্রতিনিধি দল জোর প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি ইসরাইলের তথ্য মাধ্যমও পেইচিং অলিম্পিক গেমসের জন্যও পুরোপুরি প্রস্তুত । এখন শুনুন চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার পাঠানো একটি রেকডিংভিত্তিক প্রতিবেদন । প্রতিবেদনের শিরোনাম: " পেইচিং অলিম্পিক গেমসের জন্য ইসরাইলের তথ্য মাধ্যম পুরোপুরি প্রস্তুত"।

   একটি সাক্ষাত্কারে ইসরাইলের অলিম্পিক কমিটির মহা সচিব এফ্রাইম জিংগা বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের ক্ষণ গণনা শুরু হওয়ার পর , ইসরাইলের অলিম্পিক কমিটির সঙ্গে ইসরাইলের তথ্য মাধ্যমের নিবিড় যোগাযোগ শুরু হয়। তিনি বলেন,

  " তথ্য মাধ্যমের সঙ্গে আমাদের সর্ম্পক ঘনিষ্ঠ । প্রায় প্রতি দিন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে থাকে। প্রতি মাসে এক বার করে অনুষ্ঠিত তথ্য ব্রিফিংয়ে আমরা তাদেরকে পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কে অবহিত করি। ইসরাইলের সকল তথ্য মাধ্যম পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কে জানতে আগ্রহী "।

     গত ২৯ জুন ইসরাইলের অলিম্পিক কমিটি ইসরাইলী ক্রীড়া দলের জন্য একটি উদ্দীপনা সভার আয়োজন করে। এতে কেবল ক্রীবিদরা উদ্দীপ্ত হয়েছেন তাই নয় , পেইচিং অলিম্পিক গেমসের ওপর ইসরাইলের তথ্য মাধ্যমের আগ্রহ আরও জোরদার হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের বিভিন্ন তথ্য মাধ্যমে খেলার খবর আগের চাইতে বেশী প্রকাশিত হচ্ছে। পত্রপত্রিকা বা ইন্টারনেট খুললেই পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কিত খবর পাওয়া যায়। যেমন, কারা এবারের অলিম্পিক গেমসে স্বর্ণপদক অজর্ন করতে পারবেন এবং কারা শেষ মুহূর্তে পেইচিং অলিম্পিক গেমসে অংশ গ্রহণের সুযোগ পেতে পারবেন ইত্যাদি। এ ধরনের তথ্যগুলো পত্রপত্রিকা বা ইন্টারনেটে দেখতে পাওয়া যায়। মহা সচিব এফ্রাইম জিংগার বলেন,

     অলিম্পিক গেমসে দু ধরনের সংবাদদাতা আছে: প্রচার স্বত্ত্ব পাওয়া সংবাদদাতা ও প্রচার স্বত্ত্ব না পাওয়া সংবাদদাতা । টেলিভিশন চ্যানেল ১ ও ক্রীড়া চ্যানেল ছাড়া, ইসরাইলের ১৪জন বিশেষ স্বত্ত্ব প্রাপ্ত সংবাদদাতা আছে । অবশ্যই যারা পেইচিং অলিম্পিক গেমসে যেতে প্রস্তুত তাদের মধ্যে অধিকাংশই বিশেষ প্রচার স্বত্ত্ব পাননি।

      ইসরাইলের সংশ্লিষ্ট তথ্য মাধ্যমের সঙ্গে যোগাযোগের পর জানা গেছে, এবারের পেইচিং অলিম্পিক গেমসে অংশ গ্রহণকারী ইসরাইলী সংবাদদাতার সংখ্যা আগের যে কোনো অলিম্পিকের চাইতে বেশী। এসব সংবাদদাতা টেলিভিশন , বেতার, পত্রপত্রিকা ও ইন্টারনেট থেকে এসেছেন। জিংগার ইসরাইলের টিভি ১ চ্যানেলকে ইসরাইলের গণ চ্যানেল বলতে চেয়েছেন। এই চ্যানেলে পেইচিং অলিম্পিক গেমস সার্বিক সম্প্রচারিত হবে। ক্রীড়া চ্যানেল আসলে চ্যানেল ৫। এই চ্যানেলে বিশেষভাবে ক্রীড়া খবর সম্প্রচারিত হয়। এই চ্যানেলের সংবাদদাতা ইয়েয়াভ বোরোভিজ ব্যাখ্যা করে বলেন,

    আমাদের টেলিভিশন একটি ক্রীড়া ক্যাবল টেলিভিশন । এটা ঠিক ইসরাইলের ই এস পি এনের মতো। আমার দু জন সহকর্মী পেইচিং অলিম্পিক গেমসে যাবেন। তারা ইসরাইলী ক্রীড়াবিদদের সংশ্লিষ্ট প্রতিযোগিতা সম্পর্কে প্রচার করবেন। ইসরাইলী ক্রীড়াবিদের মধ্যে কয়েক জনের স্বর্ণ পদক অর্জনের সম্ভাবনা আছে। তারা হয়তো সকলের মনোযোগের পাত্রে পরিণত হবেন। কেবল ইসরাইলী ক্রীড়াবিদ নয় গোট অলিম্পিক গেমস সম্পর্কে আমরা প্রচার করবো। অলিম্পিক গেমস চলাকালে বিশেষ অনুষ্ঠানও পরিবেশিত হবে। ফুটবল ও বাস্কেট বল প্রতিযোগিতা আমাদের প্রচারের প্রধান বিষয়।

     ইসরাইলের রাষ্ট্রীয় বেতার "ভয়েস অফ ইসরাইল" দেশের অলিম্পিক গেমস প্রচার ক্ষেত্রের একটি প্রধান শক্তি। এ বেতারের ক্রীড়া বিভাগের পরিচালক দানিয়েল দভারিন ডভোরিন বলেন,

    আমরা পাঁচ জন সংবাদদাতাকে প্রতিযোগিতার মাঠে পাঠাবো। এছাড়া, আমরা অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান প্রচার করবো। অবশ্যই ইসরাইলী ক্রীড়াবিদদের অংশ নেওয়া প্রতিযোগিতা যেমন সাঁতার, ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের প্রচার করবো। আপনি হয়তো জানেন, ইসরাইলের জুডোর মান খুব নিচু নয়। জুডো প্রতিযোগিতায় আরিক জীভি এবারের অলিম্পিক গেমসে পদক পেতে পারেন। নিশ্চয়ই আমরা তার প্রতিযোগিতা দেখতে যাবো। ইসরাইলের ৫ থেকে ৭ জন সাঁতারু এবারের পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেবেন। সাঁতার কেন্দ্রে আমাদের সংবাদদাতাদেরকেও দেখা যাবে।

   এবার ইসরাইলের চারটি বড় পত্রিকা:হারেজ, জেরুজালেম পৌস্ট, যেদিওথ আহরোথ ও মারিভ পেইচিং অলিম্পিক গেমসে প্রচারের স্বত্ব পেয়েছে।

    হারেজের সংবাদদাতা রামি হিপস বলেন, তিনি আর তাঁর এক জন সহর্কমী পেইচিং যাবেন। সময় পেলে তারা ছিনডাও গিয়ে ইসরালের ইয়টিং প্রতিযোগিতার খবর প্রচার করবেন। ইয়টিং ইভেন্ট ইসরাইলের ক্রীড়া দলের একটি শক্তিশালী দল। তিনি বলেন, অলিম্পিক গেমস চলাকালে হারেজ পত্রিকায় "অলিম্পিক গেমসের বিশেষ" কলম ছাপানো হবে। তিনি বলেন,

    অলিম্পিক গেমস একটি বড় প্রতিযোগিতার ইভেন্ট। আমরা আশা করি, বেশী পাঠক অলিম্পিক গেমসে ইসরাইলী ক্রীড়াবিদদের ক্রীড়ানৈপুন্নর দিকে মনোযোগ দেবেন। ইসরাইলের প্রচার মাধ্যম ইসরাইলী ক্রীড়াবিদদের ওপর নিবিড় মনোযোগ দিয়ে আসছে।

    তা ছাড়া, জেরুজালেম পোস্টের ক্রীড়া কলামের উপ প্রধান সম্পাদক আল্লন সিনাই স্বয়ং পেইচিং অলিম্পিক গেমসের প্রচারে নিয়োজিত হবেন। এ পত্রিকার ক্রীড়া বিভাগের সকল কর্মী বলেছেন, তাদের নেতা ইসরাইলী ক্রীড়াবিদদের চমত্কার নৈপুন্য দেখতে পারবেন বলে তারা আশা করেন।

    ইসরাইলের বৃহত্তম ওয়েবসাইট Walla হল ইসরাইলের একমাত্র ইন্টারনেট তথ্য মাধ্যম যা পেইচিং অলিম্পিক গেমস প্রচারের বিশেষ স্বত্ত্ব পেয়েছে। এই ওয়েবসাইটের একমাত্র সংবাদদাতা হিসেবে ডানিয়েল বোরসেভস্কির দায়িত্ব হাল্কা নয়। কিন্তু ভবিষ্যতের প্রচার প্রসঙ্গে তার বিস্তারিত পরিকল্পনা আছে। তিনি বলেন,

     আমাকে এক সঙ্গে বেশ কয়েকটি কাজ করতে হবে। ছবি তোলা, টিভিতে তথ্য পাঠানো ও খবর লেখা সবই আমার দায়িত্ব।তবে আমার নিজস্ব পরিকল্পনা আছে। এখন আমার হাতে ইসরাইলের ক্রীড়া দলের বিভিন্ন ইভেন্টের সময়সূচী আছে। আমি এই সময়সূচী ভালভাবে দেখবো। এ সময়সূচী অনুযায়ী আমি আমার কাজকর্ম সোজাবো। এখন তাদের প্রতিযোগিতার খবর সময় জানা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা ছাড়া, সময় পেলে আমি অলিম্পিক গেমসের প্রধান প্রতিযোগিতার প্রচার করবো। আমি অলিম্পিক গেমস সম্পর্কে সার্বিকভাবে প্রচার করতে চাই। কিন্তু আমি ভালভাবে জানি যে আমার কাজ অনেক বেশী। সুতরাং আমি বাছাই করে ইসরাইলীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টগুলো প্রচার করবো।

     এবার বিশেষ প্রচার স্বত্ত্ব প্রাপ্ত সংবাদদাতা ছাড়া, আরও অনেক তথ্য কর্মীও পেইচিং অলিম্পিক গেমসে যাবেন। এ সব তথ্য কর্মী একটি বিমান টিকিট কিনে পেইচিং যেতে পারেন। তারা হয়তো প্রতিযোগিতার মাঠে উঠতে পারবেন না তবে তারা অন্যান্য মাধ্যমে অলিম্পিক গেমসের তথ্য যোগাড় করে প্রচার করবেন। আসন্ন পেইচিং অলিম্পিক গেমস প্রসঙ্গে ইসরাইলের অলিম্পিক কমিটির মহা সচিব এফ্রাইম কিংগা বলেন,(রেকডিং ৬)

    আমি নিশ্চিতভাবে বলতে পারি, পেইচিং থেকে ইসরাইলের ক্রীড়া দল সম্পর্কে প্রচারের জন্য ইসরাইলের তথ্য মাধ্যম যথাসাধ্য প্রচেষ্টা চালাবে। কারন, তখন সারা বিশ্বের নজর পেইচিং অলিম্পিক গেমসের ওপর রাখবে। এতক্ষণ একটি প্রতিবেদন শুনলেন। শোনার জন্য অশেষ ধন্যবাদ।