পর্যটন সংশ্লিষ্ট তিব্বতের প্রধান বিভাগগুলো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পর্যটকদেরকে আকর্ষণ করছে। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর উপ-পরিচালক তানোর সম্প্রতি লাসায় বলেন, সেপ্টেম্বর মাসের পর তিব্বতে ভ্রমণের স্বাভাবিকতা পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে।
তানোর সাংবাদিককে বলেন, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরো তিব্বতের পর্যটন সম্প্রচারের জন্য কয়েকটি দল পাঠাবে। পাশাপাশি তিব্বতে পরিদর্শন ও তিব্বতের পর্যটনের পরিবেশ অনুভবের জন্য বিভিন্ন জায়গাকে আমন্ত্রণ জানাবে, যাতে আরো বেশি পর্যটক আকর্ষণ করা যায়।
২৫ জুন থেকে পর্যটন দল আবার তিব্বত ভ্রমণ শুরু করেছে। ৩০ জুন পর্যন্ত মোট ১৪ লাখ ২০ হাজার পর্যটক লাসায় এসেছেন। (লিলি)
|