এ বছরের অক্টোবর মাসে চীনের স্বর্গ তরী ৭ নামের একটি মানববাহী নভোযান উত্ক্ষেপণ করা হবে । পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ৫ দিনের নভোযাত্রায় ৩জন নভোচারীর মধ্যে একজন মহাকাশে পদচারণা করবেন এবং নভোযানের গবেষণা কক্ষ থেকে উপগ্রহের যোগাযোগ সংক্রান্ত ধারাবাহিক নতুন প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা চালানো হবে ।
একজন বিশেষজ্ঞ বলেন , স্বর্গতরী নভোযানের একজন নভোচারী মহাকাশে এক ঘন্টা পদচারণা করবেন ।
বর্তমানে স্বর্গীয় তরী ৭ নভোযানটি উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের চিউছুয়ান উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্রে পাঠানো হয়েছে । এরজন্য তিনজন নভোচারী ও অন্য তিনজন বিকল্প নভোচারী নির্ধারণ করা হয়েছে । (থান ইয়াও খাং)
|