যুদ্ধ অপরাধের অভিযোগে সুদান নেতার বিরুদ্ধে মামলা দায়ের করার কারণে দারফুর পরিস্থিতি জটিল হয়ে উঠবে না বলে চীন আশা প্রকাশ করেছে । ১৭ জুলাই পেইচিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও এ কথা বলেছেন ।
তিনি বলেন , আন্তর্জাতিক ফৌজদারী আদালত সুদানী নেতার বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে , তাতে চীন গভীর উদ্বেগ প্রকাশ করেছে । সংশ্লিষ্ট কার্যকলাপের কারণে দারফুর পরিস্থিতি জটিল হয়ে উঠবে বলে তিনি আশা করেন ।
নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ফৌজদারী আদালতের একজন কৌঁসুলি ১৪ জুলাই সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আহমেদ আল বশিরের বিরুদ্ধে দারফুর অঞ্চলে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন । তিনি আদালতের উদ্দেশ্যে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করার আদেশ দেয়ার অনুরোধ করেন । (থান ইয়াও খাং)
|