স্বাগতিক হিসেবে অলিম্পিক গেমসের সংশ্লিষ্ট তত্পরতায় অংশ নেয়ার জন্য ভারতসহ বিভিন্ন দেশের নেতাদেরকে স্বাগত জানাচ্ছে চীন । ১৭ জুলাই পেইচিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও এ কথা জানিয়েছেন ।
সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার খবরে বলা হয়েছে , অলিম্পিক গেমসে অংশ নেয়ার জন্য চীন শুধু কংগ্রেসের চেয়ারম্যান সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছে । এতে ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং ও তার মন্ত্রিসভার সদস্যদের প্রতি উদাসীন দেখানো হয়েছে । তিনি বলেন , চীন দুদেশের কৌশলগত সম্পর্ক এবং ভারতের নেতৃবৃন্দের সঙ্গে বিনিময়ের ওপর গুরুত্ব দেয় । টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার খবর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় । এটা দুদেশের সম্পর্কের জন্য হিতকর হবে না । (থান ইয়াও খাং)
|