v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-17 18:47:23    
এ বছরের প্রথম ছয় মাসে চীনের অর্থনীতি স্থিতিশীল উন্নয়ন বজায় রয়েছে

cri
    ১৭ জুলাই চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত উপাত্ত থেকে জানা গেছে , এ বছরের প্রথম ছয় মাসে চীনের অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের প্রবণতা বজায় রয়েছে । জি ডি পির মোট মূল্য ছিল ১৩ ট্রিলিয়ন ৬১ বিলিয়ন ৯০ কোটি ইউয়ান রেন পিন পি , এটা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৪ শতাংশ বেশি । এই প্রবৃদ্ধির গত বছরের চেয়ের ১.৮ শতাংশ কম ।

    দু হাজার তিন সাল থেকে রপ্তানি ও বিনিয়োগ বৃদ্ধির কারণে চীনের অর্থনীতিতে টানা পাঁচ বছর ১০ শতাংশের বেশি বার্ষিক প্রবৃদ্ধি বজায় ছিল । অর্থনীতির অতি দ্রুত উন্নয়ন ঠেকানোর জন্য চীন সরকার অর্থনীতির সামষ্টিক নিয়ন্ত্রণ নীতি প্রণয়ন করেছে । এ নীতির মূল উদ্দেশ্য হলো ঋণদান ও শিল্প বিন্যাস আরো যুক্তিযুক্ত করার মাধ্যমে অর্থনীতি উন্নয়নের টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা ।

    ১৭ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত একটি প্রেস ব্রিফিংয়ে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র লি সিয়াও ছাও বলেন , চীন সরকারের অর্থনীতি নিয়ন্ত্রন নীতি সফল হয়েছে , চীনের জাতীয় অর্থনীতি কাঙ্ক্ষিত দিকে বিকশিত হচ্ছে । তিনি আরো বলেন , জাতীয় অর্থনীতি সামষ্টিক নিয়ন্ত্রণের লক্ষ্যের দিকে বিকশিত হচ্ছে । অর্থনীতির প্রবৃদ্ধির গতি কিছুটা কমেছে , বাণিজ্যিক উদ্বৃত্তের পরিমান কমেছে , ভোক্তা মূল্য সূচক সি পি আইয়ের মানও নিচের দিকে । বিনিয়োগ ও ভোগের সম্পর্ক আরো সামঞ্জস্যপূর্ণ হচ্ছে , প্রধান প্রধান ক্ষেত্রের সরবরাহ আগের চেয়ে উন্নত হয়েছে , বিশেষ করে এ বছর খাদ্যশস্যের বাম্পার ফলন হয়েছে ।

    পরিসংখ্যান থেকে জানা গেছে , এ বছরের প্রথম ছয় মাসে চীনের গ্রীষ্মকালীন খাদ্যশস্যের ফলনে টানা পাঁচ বছর ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে । শিল্পোত্পাদনের বৃদ্ধি কিছুটা কমেছে , তবে শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা বেড়েছে। দেশের মধ্য ও পশ্চিমাংশে অর্থবিনিয়োগের পরিমান পূর্বাঞ্চলের চেয়ে অনেক বেশি । সমাজের খুচরা বিক্রির পরিমান বৃদ্ধি পেয়েছে । আমদানি ও রপ্তানির মোট পরিমান বৃদ্ধির ভিত্তিতে রপ্তানির বৃদ্ধি কমেছে , আমদানির পরিমান দ্রুত বেড়েছে।

    দ্রব্য মূল্যের বৃদ্ধি হলো চীনের অর্থনীতি উন্নয়নের একটি বহুল আলোচিত বিষয় । এ বছরের প্রথম ছয় মাসে চীনের ভোক্তা মূল্য সূচক ৭.৯ শতাংশ বেড়েছে । জুন মাসে ভোক্তা মূল্য সূচক গত বছরের জুন মাসের চেয়ে ৭.১ শতাংশ বেড়েছে । এটা মে মাসের চেয়ে ০.৬ শতাংশ কম । তবে লি সিয়াও ই স্বীকার করেন , চীন এখনও মূল্যস্ফীতির চাপে রয়েছে। তিনি বলেন , গত দু মাসে বিশ্বের শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোসহ সব দেশের সি পি আই বৃদ্ধি পাচ্ছে । বিশেষ করে তেল ও খাদ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে । চীনের উন্মুক্তকরণের মান ক্রমেই বাড়ছে , তাই চীনে আন্তর্জাতিক বাজারের প্রভাব আগের চেয়ে বেড়েছে। এ ছাড়া উত্পাদনের উপাদানের দাম বৃদ্ধিও সি পি আইয়ের ওপর প্রভাব ফেলেছে । কাজেই মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা এখনও রয়েছে । লি সিয়াও ছাও বলেন , মুল্য স্ফীতি ঠেকানোর জন্য চীন অব্যাহতভাবে ব্যবস্থা নেবে । তিনি বলেন , বর্তমানে দ্রব্য মূল্যের দাম অপেক্ষাকৃত উচ্চ মানে রয়েছে । দ্রব্য মূল্যের উচ্চ মান যেমন জাতীয় অর্থনীতির সুষ্ঠু বিকাশে প্রতিকূল প্রভাব ফেলবে , তেমনি অধিবাসীদের , বিশেষ করে নিম্ন আয়ের অধিবাসীদের জীবনে অসুবিধা সৃষ্টি হবে । তাই সরকার দ্রব্য মূল্যের অতি দ্রুত বৃদ্ধি ও মূল্যস্ফীতি ঠেকানোর ব্যবস্থা নেবে ।