১৬ জুলাই নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে নিরীক্ষা কমিশনের ৬২তম সম্মেলনে অংশগ্রহণকারী চীনের নিরীক্ষা বিভাগের প্রধান লিউ চিয়া ই আনুষ্ঠানিকভাবে চীনের পক্ষ থেকে জাতিসংঘের নিরীক্ষা কমিশনের সদস্যের দায়িত্ব পালন শুরু করেছেন।
লিউ চিয়া ই সম্মেলনে বলেন, চীনের নিরীক্ষা বিভাগ জাতিসংঘের নিরীক্ষা কমিশনের কাজকে ভবিষ্যতে তার একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে নিজের কর্মসূচীতে অন্তর্ভূক্ত করেছে। চীন প্রথম নিরীক্ষা কর্মী দল পাঠিয়ে জাতিসংঘের শান্তি রক্ষী বিভাগের নিরীক্ষা কাজে অংশ নেয়।
তিনি আরো বলেন, চীন ভালভাবে জাতিসংঘের নিরীক্ষা ও বিদেশী ঋণ নিরীক্ষা চালানোর সঙ্গে সঙ্গে বিদেশে চীনের সংস্থা, বিদেশকে দেয়া ত্রাণ সামগ্রী, প্রকল্প নির্মাণ, অর্থ ব্যবস্থাপনা, সরকারী শিল্প-প্রতিষ্ঠান ও ব্যাংকিং সংস্থাগুলোর নিরীক্ষা জোরদার করবে।
ছাই ইউয়ে
|