|
|
 |
| (GMT+08:00)
2008-07-17 17:40:19
|
 |
|
চলতি বছরের প্রথম ছ'মাসে চীনের অর্থনীতির উন্নয়ন স্থিতিশীল
cri
|
১৭ জুলাই চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যাণ ব্যুরো প্রকাশিত একটি প্রাথমিক উপাত্ত অনুযায়ী, চলতি বছরের প্রথম ছ'মাসে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি গত বছরের তুলনায় ১০.৪ শতাংশ বেড়েছে। রাষ্ট্রীয় পরিসংখ্যাণ ব্যুরোর তথ্য মুখপাত্র লি শিও চাও বলেন, বতর্মানে মৌলিকভাবে বলা যায়, চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে।তিনি বলেন, একটানা পাঁচ বছর ধরে চীনের গ্রীষ্মকালীণ খাদ্যের বাম্পার ফলন হয়েছে। শিল্প উত্পাদনের বৃদ্ধির গতি কমানো হয়েছে । শিল্প প্রতিষ্ঠানের মুনাফা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। পূর্বাঞ্চলের চাইতে মধ্য-পশ্চিমাঞ্চলের পুঁজিবিনিয়োগ আরও জোরদার করা হয়েছে। সামজিক ভৌক্তার খুঁচরা বিক্রির মোটমূল্য গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশী।আমদানি-রফতানি মোটমূল্য এক ট্রিলিয়ান ২৩৪ বিলিয়ান ২০ কোটি মার্কিন ডলার , যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশী । গত বছরের একই সময়ের তুলনায় রফতানির পরিমাণ কিছুটা কম এবং আমদানির পরিমাণ বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত জুন মাসের শেষ দিকে রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ ট্রিলিয়ান ৮০৮ বিলিয়ান ৮০ কোটি মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৭.৭ শতাংশ বেশী।
|
|
|