চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৬ জুলাই সকালে জুং নান হাইয়ে অবসর বিনোদনের জন্য রাশিয়াগামী ভূমিকম্প দুর্গত এলাকার মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রী প্রতিনিধিদেরকে দেখতে গিয়েছিলেন।
রাশিয়া সরকারের আমন্ত্রণে ১৭ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ভূমিকম্প দুর্গত এলাকার এক হাজার ছাত্র-ছাত্রী রাশিয়ার বিভিন্ন স্থানে অবসর বিনোদনে যাবে। রাশিয়া যাওয়ার আগে হু চিন থাওয়ের আমন্ত্রণে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রী প্রতিনিধিরা জুং নান হাইয়ে গিয়েছে। শিশুদের সঙ্গে কথা বলার সময় হু চিন থাও পার্টি ও সরকারের পক্ষ থেকে দুর্গত এলাকার শিশুদেরকে গভীরভাবে সমবেদনা জানান। তিনি আশা করেন, শিশুরা ভালোভাবে অবসর বিনোদন কাটাবে এবং রাশিয়ার শিশুদের সঙ্গে বিনিময় জোরদার করবে। যাতে তারা দু'দেশের মৈত্রী উন্নয়নের ছোট দূতে পরিণত হয়।
তত্পরতার স্থানে হু চিন থাও চীনে রাশিয়ার দূতাবাসের অস্থায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স আইগর মোর্গুলভের সঙ্গে সাক্ষাত্ করেন। চীনের উদ্ধার ও ত্রাণে রাশিয়া সরকার ও জনগণের সাহায্যের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। (লিলু)
|