চীনের পেইচিং রাজপ্রাস বিশ্ব বিখ্যাত। এছাড়া এটা বিশ্বের অন্যতম বিখ্যাত পযর্টন জায়গা। গত মে মাস থেকে দেশী বিদেশী প্রতিবন্ধি পযর্টকদের সুবিধার জন্য এখানে অবাধ পথ চালু করা হয়েছে। ২০০৩ সাল থেকে রাজপ্রাসাদের প্রধান প্রধান দর্শনীয়স্থানে অবাধ প্রকল্প সংস্কারে মোট ৩০ লাখ রেন মিন পি বরাদ্দ করা হয়। সংস্কারের পর রাজপ্রাসাদে বিশ্বের আধুনিক মানের লিফটার ও ঢালু প্লাষ্টিক পথ বাসানো হয়েছে। দরজার সামনে ভ্রাম্যমান পথ এবং উপর তলায় ওঠার যন্ত্রও বসানো হয়েছে। রাজপ্রাসাদের প্রচার ও শিক্ষা বিভাগের পরিচালক ইয়েন হং বিন বলেছেন, এ সব অবাধ স্থাপনার সংস্কার প্রকল্প প্রাসঙ্গিক পুরার্কীতি মহলের অনুমোদন পেয়েছে। তা ছাড়া স্থাপত্যগুলোর চেহারা ক্ষতি না করার পূর্বশর্তে এ সব সংস্কার কাজ চালানো হয়।
তা ছাড়া, প্রতিবন্ধী পযর্টকরা যাতে বিশ্বের সাংস্কৃতিক উত্তরাধিকার ভালভাবে জানতে পারেন সে জন্য রাজপ্রাসাদ তাদের জন্য গাইডবই প্রকাশ করেছে এবং অবাধ পযর্টন লাইন নির্ধারন করেছে।
|