মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ১৬ জুলাই বলেছেন, আফগানিস্তানে অব্যাহতভাবে বেড়ে যাওয়া সহিংসতা মোকাবেলার জন্য তারা চলতি বছরে আফগানিস্তানে আরো মার্কিন সৈন্য পাঠানোর কথা বিবেচনা করছে।
এদিন এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় আফগানিস্তানে যত দ্রুত সম্ভব আরো বেশি মার্কিন সৈন্য পাঠানোর চেষ্টা করছে। তবে এই প্রস্তাব হোয়াইট হাউসে এখনো উত্থাপিত হয় নি।
স্টাফ প্রধানদের সম্মেলনের চেয়ারম্যান মাইক মুলেন বলেছেন, আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর জন্য জরুরী পরিস্থিতির কারণে আরো বেশি সৈন্য পাঠানো দরকার। যাতে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে দীর্ঘমেয়াদী ভূমিকা পালন করা যায়।(লিলু)
|