v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-17 14:47:38    
চীনের মূল ভূভাগে সফল তাইওয়ানী ব্যবসায়ী ছেন ফেং রুং

cri
    গত শতাব্দির ৮০-এর দশক থেকে তাইওয়ানের অনেক ব্যবসায়ী চীনের মূল ভূভাগে পুঁজি বিনিয়োগ করতে আসেন। মূল ভূভাগে অর্থনীতির দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে এসব ব্যবসায়ীদেরও ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমানে আরো বেশি ব্যবসায়ী তাইওয়ান থেকে চীনের মূল ভূভাগে এসে ব্যবসা করছে। কিছু ব্যবসায়ী এখানে বসবাসও করছেন। আজকের অনুষ্ঠানে আমরা চীনের মূল ভূভাগে ২০ বছর ধরে ব্যবসা করছেন এমন একজন তাইওয়ানী ব্যবসায়ী ছেন ফেং রুংয়ের গল্প আপনাদেরকে শোনাবো।

    ছেন ফেং রুং দক্ষিণ-পূর্ব চীনের ফু চিয়ান প্রদেশের ছুয়ান চৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের ছুয়ান তোং শিল্প কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। ১৯৮৬ সালে তিনি একা দক্ষিণ চীনের কুয়াং চৌ শহর পরিদর্শনে আসেন। গত শতাব্দীর ৮০এর দশক কুয়াং চৌ শহরের এতো উন্নতি হয় নি, ফলে এই শহর চেন ফেং রুংয়ের মনে খুব গভীর প্রভাব ফেলে নি। তবু ছেন ফেং রুং এ অঞ্চলে পুঁজি বিনিয়োগ করার দৃঢ় সিদ্ধান্ত নেন এবং দ্রুততার সঙ্গে ১৯৮৮ সালে কুয়াং চৌ শহরের হুয়াং পু বন্দরে একটি জাহাজঘাট নির্মাণ করেন। এ জাহাজঘাটের প্রধানত পরিবহন ব্যবসা চালু হয়। ছেন ফেং রুং বলেন, এখানে তাঁর বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পেছনে তিনটি কারণ রয়েছে। প্রথমত চীনের মূল ভূভাগ এবং তাইওয়ানের সংস্কৃতি এবং জাতি অভিন্ন। এ সম্পর্ককে কখনো ছেদ করা যায় না। দ্বিতীয়ত মূল ভূভাগে অর্থনীতির উজ্জ্বল ভবিষ্যত আছে। তৃতীয়ত তাইওয়ানের ব্যবসায়ীদেরকে আকর্ষণ করার জন্য মূল ভূভাগে নানা ধরণের কল্যাণকর নীতি প্রণয়ন করা হয়েছে।

    ছেন ফেং রুং স্মৃতিচারণ করে বলেন, প্রথম দিকে দু'তীরের নীতি এবং ধারণাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পার্থক্য থাকায় আমি বহু জটিলতার মুখে পড়েছিলাম। স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট বিভাগের সাহায্যে এ সমস্যাগুলো সমাধান হয় । তিনি বলেন,

    "প্রথমে কুয়াং চৌ শহরে যখন ব্যবসা শুরু করি, স্থানীয় সরকার আমাদেরকে অনেক সাহায্য করেছে। আমরা তাইওয়ান থেকে এসেছি বলে সরকার আমাদের জন্য কিছু সহায়ক নীতিও চালু করে।

    এ সহায়ক নীতির কল্যাণে ছেন ফেংয়ের ব্যবসার দিন দিন উন্নতি হতে থাকে। তার আন্তরিকতার কারণে শিল্পগোষ্ঠির কর্মীরাও তাঁর সঙ্গে চেষ্টা করতে আগ্রহী হয়ে ওঠে। এ শিল্পগোষ্ঠির একজন পুরোনো কর্মী হো হোং মেই বলেন,

    "সে সময়ের নববর্ষে বা উত্সবের দিনে আমরা সবাই প্রধান নির্বাহী কর্মকর্তা ছেন ফেং রুংয়ের বাসায় খেতাম। তিনি খুব ভালো মানুষ। সব সময়ে আমাদের খোঁজখবর নেন।"

    চীনের মূলভূভাগে অর্থনীতির দ্রুত উন্নয়নের জন্য আরও বেশি মানুষ এ অঞ্চলে আসতে আর্কষণ বোধকরেছে। এতে ছেন ফেং রুংয়ের ব্যবসার উন্নয়নের জন্য জলবল পাওয়া সহজ হয়েছে। ছুয়াং তোং কোম্পানি বাণিজ্য বিষয়ক ভাইস-ম্যানেজার ছিউ সেং চিয়ে তাইওয়ান থেকে চীনের মূল ভূভাগে এসেছেন। কেবল কুয়াং চৌ শহর এবং মূলভূভাগে অর্থনীতির দ্রুত উন্নয়নের সুযোগ দেখে তিনি এ শিল্পপ্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি বলেন,

    "আমার মনে হয়, বর্তমানে কুয়াং চৌ শহরে ব্যবসা করার অনেক সুযোগ রয়েছে। এ অঞ্চলে তাইওয়ানের বিভিন্ন শহরের মতো অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। জীবন-যাপন এবং ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রও তাইওয়ানের মতো। প্রতি বছর অনুষ্ঠিত কুয়াং চৌ বাণিজ্য মেলা এবং অন্য প্রদর্শনীগুলো ব্যবসায়ীদের জন্য নানা সুযোগ এনে দিয়েছে। সে জন্য আমি মনে করি এখানে জীবন-যাপন এবং ব্যবসা দু'টিই ভালো।

    গত ২০ বছর, ছেন ফেং রুংয়ের ব্যবসা অনেক বেড়েছে। জাহাজঘাট ছাড়াও তিনি কুয়াং চৌ শহরে একটি বাণিজ্য কোম্পানি গঠন করে দু'তীরের মধ্যে ব্যবসা শুরু করেছেন এবং ফু চিয়ান প্রদেশে একটি বিশাল রিসাইকল কোম্পানি গঠন করেছেন। এছাড়াও তিনি একটি তেলাপিয়া মাছ চাষের খামার তৈরি করেছেন। পারস্পরিক চুক্তির ভিত্তিতে এ খামার পরিচালিত হয়, অর্থাত্ ছেন ফেং রুং মাছের পোনা পাশ্ববর্তী কৃষকদেরকে দিয়ে দেন। কৃষকরা মাছের পোনা লালন করে বড় হলে আবার ছেন ফেং রুংয়ের কাছে বিক্রি করেন।

    বর্তমানে এ খামার প্রতি বছর ১ কোটি মাছের পোনা তৈরি করা হয়। তেলাপিয়া মাছ চাষে খুব উজ্জ্বল ভবিষ্যত আছে বলে ছেন মনে করেন।

    "কুয়াং তোং প্রদেশে তেলাপিয়া মাছের বিশাল বাজার আছে। বিদেশে রপ্তানির পরিমাণও অনেক এবং এতো চাহিদা যে মেটানো সম্ভব হয় না। সে জন্য আমরা তাইওয়ানের সবচেয়ে ভালো মাছের পোনা মূলভূভাগে নিয়ে এসে চাষ করি।"

    কুয়াং চৌ শহরে প্রায় ২০ বছর ধরে আছেন ছেন ফেং রুং। এ শহরের দ্রুত উন্নয়ন তার মনে গভীর প্রভাব ফেলেছে। বর্তমানে তিনি তার পরিবারের সকলকে নিয়ে এখানে বসবাস করেন। কুয়াং চৌ শহরে তিনি বাড়িও কিনে ফেলেছেন এবং অবসর নেওয়ার পরেও তিনি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন,

    "আমি মনে করি, আমরা মূল ভূভাগের নাগরিক। যদিও আমাদের প্রায় ছয় থেকে সাত পুরুষ তাইওয়ানে বসবাস করেছেন, তবুও আমি মূল ভূভাগে ফিরতে চাই। আমার ছেলেকেও আমি এখানকার স্কুলে ভর্তি করেছি। এখানে সে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়বে। আমি চাই আমার বংশধার চিরদিন এখানে থাকবে।

    চীনের মূল ভূভাগে অর্থনীতির উন্নয়ন সম্পর্কে ছেন ফেং রুং খুব আস্থাশীল। তিনি বলেন,

    "কুয়াং চৌ, শেন জেন এবং সাং হাইসহ বিভিন্ন শহরের উন্নয়ন অনেক দ্রুত। আগামী দশ থেকে পনেরো বছর এ উন্নয়ন যে অব্যাহত থাকবে, তা সবাইকে স্বীকার করতে হবে। সেজন্য আমি আমার ছেলেকে মূল ভূভাগে ব্যবসা করার কথা বলেছি এবং এখানে ভালোভাবে ব্যবসা এবং বসবাস করার আকাঙ্ক্ষার কথা জানিয়েছি।"

    মূল ভূভাগে অর্থনীতির দ্রুত উন্নয়নের ফলে আরও বেশি ব্যবসায়ী তাইওয়ান থেকে মূল ভূভাগে চাকরি এবং বসবাস করতে আসবেন। মূল ভূভাগে বিশাল এবং সুষ্ঠু পরিবেশে তাঁরা নিজেদের ব্যবসা এবং চাকরি ভালোভাবে করবেন বলে আশা করা হচ্ছে।