সিনহুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, বিশ্বের ব্র্যান্ড ল্যাব ১৩ জুলাই পেইচিংয়ে ঘোষণা দিয়েছে, চায়না মোবাইল ও চীনের কেন্দ্রীয় টেলিভিশনসহ ১৫টি চীন ব্র্যান্ড ২০০৮ সালে বিশ্বের শীর্ষ ৫০০ ব্র্যান্ডের তালিকায় স্থান পেয়েছে।
জানা গেছে, তালিকায় চীন ৭ম অবস্থানে রয়েছে এবং গত বছরের চেয়ে এক ধাপ উন্নতি হয়েছে। যুক্তরাষ্ট্র ২৪৩টি ব্র্যান্ড স্থান পাওয়ায় তারাই প্রথম অবস্থানে রয়েছে। এরপর হলো ফ্রান্স এবং জাপানের অবস্থান।
২০০৮ সালে ব্র্যান্ড ল্যাব বিশ্বের শীর্ষ ৫০০ ব্র্যান্ডের তালিকাটি তৈরি করেছে। নোবেল পুরস্কার বিজয়ী রবার্ট মুন্দেল এ ল্যাবের চেয়ারম্যান।
|