v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-16 20:56:25    
আপনাদের অনুষ্ঠান শুনে আমরা বিভিন্ন দিক থেকে উপকৃত হচ্ছি

cri

     শের চুয়াডাঙ্গা জেলার সবুজ বেতার শ্রোতা সংঘের শ্রোতা তারেক রহমান পলাশ তাঁর চিঠিতে লিখেছেন, ' সি আর আই এর বাংলা বিভাগের সাথে জড়িত সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আপনাদের অনুষ্ঠান প্রচার সম্পর্কে কিছু বলতে চাই। আপনাদের অনুষ্ঠান খুব স্পষ্টভাবে শোনা যায়, মনে হয় পেন এফ এম এ শুনছি। কিন্তু মাঝে মাঝে এমন হয় যে কিছুই শোনা যায়না। তখন অনুষ্ঠান শুনতে এতো কষ্ট হয় তা বোঝাতে পাবো না। যদি কোনদিন অনুষ্ঠান না শোনা যায় হাহলে খুব কষ্ট হয়। এমন হয় কেন জানাবেন। আর বর্তমানে নাকি অনুষ্ঠান চার বার প্রচার হচ্ছে। তার মধ্যে রাতে তিন বার ও সকালে এক বার। কিন্তু আমি রাতে দুই বারও সকালে একবার মোট তিন বার শুনতে পাচ্ছি। চার বার শুনতে পাচ্ছিনা। তাই চার বার প্রচার না করে আগের মতো তিন বার প্রচার করাই ভাল। শ্রোতা বন্ধু, ধন্যবাদ আপনার পরার্মশের জন্যে। এখানে আপনাকে বলতে হবে যে, আমাদের অনুষ্ঠান প্রচারের সময় ইচ্ছা মতো পরিবর্তন করা যায় না। যদি আমাদের অনুষ্ঠান পরিবর্তন করতে হয় তাহলে কতৃর্পক্ষের কাছ থেকে অনুমোদন পেতে হবে। সুতরাং বতর্মানে আমাদের অনুষ্ঠান আপাতত এভাবেই থাকতে হবে। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    বাংলাদেশের চট্টগ্রামের শ্রোতা জুয়েল আহম্মেদ মল্লিক তাঁর চিঠিতে লিখেছেন, ' আমি অনেকদিন যাবত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনে আসছি। কিন্তু চিঠি লিখতে সাহস পায়নি। এই অনুষ্ঠান শুনে আমার এত ভাল লাগে সত্যি তা এই সামান্য কাগজে-কলমে লিখে প্রকাশ করতে পারছি না। আপনাদের শ্রুতিপূর্ণ মধুর কথা শোনা আমার মনকে বাকুল করে তুলেছে। তাই চিঠি না লিখে থাকতে পারলাম না। আপনারা যদি আমাকে এই আংলা অনুষ্ঠানের একজন নতুন শ্রোতা হিসেবে গ্রহণ করেন তাহলে খুবই আনন্দিত হব। যদি শ্রোতা হিসেবে গ্রহণ করেন তাহলে অনুষ্ঠানসূচী ও চীনা ভাষা শিক্ষার বইগুলো পাঠাবেন। কারণ চীনা ভাষা শিক্ষার আসরটি আমার খুবই ভাল লাগে। আশা করি আমার অনুরোধটুকু রাখবেন। বন্ধু উজ্জল নাথ , প্রথমে আমি বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাকে আমাদের শ্রোতা হিসেবে গ্রহণ করলাম। আপনার মতো একজন নতুন শ্রোতা পেয়ে খুব খুশি হয়েছি। আমরা শীঘ্রই আপনার কাছে অনুষ্ঠানসূচী পাঠাবেন। কিন্তু দু:খের ব্যাপার হল, নানা কারণে এখন পযর্ন্ত আমাদের চীনা ভাষা শিক্ষার বই ছাপানো হয়নি। কবে এ বই ছাপানোর সম্ভব হবে তাও জানি না। আশা করি, আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে আপনাদের পরামর্শ ও প্রস্তাব দরকার।

     বাংলাদেশের নরসিংদী জেলার শ্রোতা সাইফুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি একজন নিয়মিত শ্রোতা। আপনাদের অনুষ্ঠান শুনে আমি না জানা তথ্যগুলো জানতে পারছি। আমার আগের ধারণা ছিল চীন দেশ অন্যান্য দেশ থেকে গরিব দেশ। আসলে আমার ধারণা ছিল ভুল। আপনাদের অনুষ্ঠান শুনে আমি এখন সেই ধারণা কেটে গেছে। আপনাদের অনুষ্ঠান আমার কাছে এতই ভাল লাগে যা ভাষায় প্রকাশ করার মতন না। ধন্যবাদ প্রিয় বন্ধু। আশা করি ভবিষ্যতে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনি চীন সম্বন্ধে আরও বেশী জানতে পারবেন। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে যদি আপনার কোন কোন মতামত থাকে তাহলে চিঠি লিখে জানাবেন।

     বাংলাদেশের জামালপুর জেলার শ্রোতা আজুমাছেল ছাদী তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের অনুষ্ঠান শুনে আমরা বিভিন্ন দিক থেকে উপকৃত হচ্ছি। আপনাদের অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি ও শিখতে পারছি। আপনাদের অনুষ্ঠানের মধ্যে আমার সবচেয়ে ভাললাগে অর্থনীতির অগ্রযাত্রা । তা ছাড়া আপনাদের শনিবারের অনুষ্ঠান—মিতালী আমার খুব ভাললাগে। বন্ধু আজুমাছেল ছাদী, ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান শোনার জন্য। আমরা জানি আপনি আপনাদের শ্রোতা সংঘের একজন মহাসচিব। দীর্ঘকাল ধরে আপনি আপনাদের শ্রোতা সংঘের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে অনেক অবদান রেখেছেন। এর জন্যে আমপনাকে ধন্যবাদ জানাছি। আশি করি আগের মতো ভবিষ্যতেও নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং এই অনুষ্ঠান উন্নত করার জন্যে প্রচেষ্টা চালাবেন।

     রাজশাহী জেলার শ্রোতা সাজ্জাদ হোসেন তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। দীর্ঘ দিন ধরে আপনার প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনে থাকি। আমিও লক্ষ্য করেছি, গত দু' বছরের মধ্যে আপনার অনুষ্ঠান অনেক উন্নত হয়েছে। বিশেষ করে আপনার প্রচারের সময় এক ঘন্টা বাড়ার পর অনুষ্ঠানের বিষয়বস্তু বৈচিত্রময় হয়ে উঠেছে। শুনতে খুব ভাল লাগে। প্রত্যেক বুবধারের মুখোমুখি এবং প্রত্যেক শনিবারের মিতালী আমার কাছে সবচেয়ে প্রিয়। প্রত্যেক সপ্তাহের এ দুটো অনুষ্ঠান শুনতে আমি কখনও মিস করি না। এখন আমার হতে আপনাদের অনুষ্ঠানের সময়সূচী নেই। দয়া করি আমার কাছে পাঠাবেন। ধন্যবাদ প্রিয় বন্ধু। আপনি আমাদের একজন পুরাতন শ্রোতা। আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠিপত্র পেয়ে থাকি। আশি করি আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনার মতো শ্রোতার পরামর্শ দরকার। চলতি সপ্তাহে আমরা অনুষ্ঠানের সময়সূচী শ্রোতাদের কাছে পাঠিয়েছি। আশা করি কয়েক দিনের মধ্যে আপনি আমাদের অনুষ্ঠান সূচী পাবেন।

     সিরাজগঞ্জ জেলার শ্রোতা ছালাই দ্দিন তাঁর চিঠিতে লিখেছেন, আমি এক জন দশম শ্রেণীর ছাত্র। আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। পনাশুড়ার ফাঁকে আমি আপনাদের প্রচারিত অনুষ্ঠান শুনি। আপনাদের প্রচারিত সকল অনুষ্ঠান আমার ভাল লাগে। মাঝে মাঝে আমি আমার বন্ধুদের সঙ্গে আপনাদের অনুষ্ঠান নিয়ে আলোচনাও করে থাকি। সময় পেলে আমি আপনাদের কাছে চিঠি লিখি। আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হল প্রত্যেক বুধবারের মুখোমুখি এবং প্রত্যেক শনিবারের মিতালী। আশা করি এ দুটো অনুষ্ঠান কোন দিন বন্ধ করবেন না। ধন্যবাদ প্রিয় বন্ধু। প্রথমে আপনাকে বলতে হবে যে, বতর্মানে আমাদের মুখোমুখি ও মিতালী অনুষ্ঠান বন্ধ করার কল্পনা নেই । আমার জানা মতে এ দুটো অনুষ্ঠান অব্যাহত থাকবেই। আপনি আমাদের একজন পুরাতন শ্রোতা। আমরা মাঝে মাঝে আপনার চিঠি পেয়ে থাকি। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে কোন পরামর্শ থাকলেও আমাদের চিঠি লেখে জানাতে ইতস্তত করবেন না। কেননা, আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনাদের পরামর্শ খুব দরকার। আশা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখবেন।