চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য অফিস প্রকাশিত ১০ জুলাইয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, ১৬ জুলাই দুপুর ১২টা পর্যন্ত সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভূমিকম্পে নিহতের সংখ্যা৬৯ হাজার ১৯৭জন। আহতের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ১৭৬জন এবং ১৮ হাজার ২৩৮জন এখনো নিখোঁজ রয়েছে।
গণ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে, ১৬ জুলাই দুপুর ১২টা পর্যন্ত দেশ ও বিদেশের বিভিন্ন মহলের চাঁদা আর নানারকম ত্রাণ সামগ্রী বাবদ মোট ৫৭.৫ বিলিয়ন ইউয়ান গ্রহণ করা হয়েছে। দুর্গত এলাকায় পাঠানো চাঁদা ও নানারকম সামগ্রীর মূল্য ২১.২ বিলিয়ন ইউয়ান।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১০ জুলাই দুপুর ১২টা পর্যন্ত চীনের বিভিন্ন পর্যায়ের সরকার ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজের জন্য ৫৯ বিলিয়ন ইউয়ানেরও বেশি বরাদ্দ দিয়েছে।(লিলু)
|